
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের পরিস্থিতি বিচারে বিশেষজ্ঞরা বারবার জোর দিয়েছেন গাছ লাগানোয়। অনেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখলেও, এক পক্ষ বেশ গা-হাত-পা ছাড়া মানসিকতায়। তবে এবার গাছ লাগানো নিয়ে বড় পদক্ষেপ বিষ্ণুপুরে।
বিষ্ণুপুর শহরে পরিবেশ সচেতনতার এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে পৌরসভা। শহরের ঐতিহাসিক তিনটি বাঁধ—লাল বাঁধ, যমুনা বাঁধ ও শ্যাম বাঁধ-এ গাছ লাগিয়ে সবুজে মোড়াতে উদ্যোগী হয়েছে বিষ্ণুপুর পৌরসভা। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘অম্রুত মিত্র’ নামে পরিচিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে।
এই প্রকল্পের আওতায়, প্রতিটি মহিলা সদস্যকে একটি করে চারা গাছ, একটি কাপড়ের ব্যাগ, একটি এপ্রোন এবং বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী ডিজাইনে তৈরি একটি সুন্দর জলের বোতল উপহার হিসেবে দেওয়া হবে। তাঁরা শুধু গাছ লাগাবেনই না, সারা বছর ধরে সেই গাছের পরিচর্যাও করবেন। প্রতিটি গাছের থাকবে একটি নির্দিষ্ট নাম, যাতে গাছের সঙ্গে তাঁদের একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জানিয়েছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বিষ্ণুপুরের পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়েছেন। সেই ভাবনাকেই সামনে রেখে তিনটি ঐতিহ্যবাহী বাঁধের সৌন্দর্য বৃদ্ধির এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বাঁধের পাড়ে দেড় কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দেড় ফুট দূরত্বে গাছ লাগানো হবে।
এই প্রকল্পে ২ নম্বর ওয়ার্ডের মহিলারা শ্যাম বাঁধ, ৩ নম্বর ওয়ার্ডের মহিলারা লাল বাঁধ এবং ১২ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যমুনা বাঁধের দায়িত্বে থাকবেন।‘
উল্লেখ্য, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মহিলারা পৌরসভার আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উদ্যোগ শুধু শহরের পরিবেশগত উন্নয়ন ঘটাবে না, বরং মহিলাদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের দিকেও একটি দৃঢ় পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪