শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: অভিনব কায়দায় এটিএম জালিয়াতি, চুঁচুড়ায় গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক

Pallabi Ghosh | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০১Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আবারও অভিনব কায়দায় প্রতারণা। এবারে এটিএম মেশিনে টাকা নেওয়ার পরে সেই টাকা বেরোনোর জায়গায় কারসাজি করে প্রতারণা। সম্প্রতি নজরে পড়ে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটি এটিএম এ দু দিনে ১৪ বার সন্দেহ জনক লেনদেন। সিসিটিভি ক্যামেরা দেখে হাতেনাতে পাকড়াও উত্তরপ্রদেশের এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
বড়দিনে বন্ধ ছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। সোমবার ছুটি ছিল, মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। ব্যাঙ্ক লাগোয়া এলাকায় রয়েছে এটিএম কিয়স্ক। এদিন ব্যাঙ্কের কর্মী অলক পাল সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এটিএম এর ভিতরে রয়েছে। কিন্তু সে বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ যথেষ্টই সন্দেহজনক। নজরে পরা মাত্রই ব্যাঙ্কের অন্য কর্মীদের তিনি খবর দেন। নীচে নেমে আসেন এবং নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ওই যুবককে ধরেন।
খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। আইসি অনুপম চক্রবর্তীর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, তাঁদের এটিএম যে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ তাদের তরফে জানানো হয়েছে, গত দুদিন ১৪ বার সন্দেহ জনক লেনদেন হয়েছে দুটি এটিএম থেকে। একটি চকবাজার, অন্য এটিএম চুঁচুড়া ফুলপুকুর ব্রাঞ্চের। এটিএম মেশিন থেকে টাকা বেরোনোর পড়ে মেশিনের সেই টাকা বেরোনোর জায়গাটিকে জাম করে দেয়। ফলে দেখায় লেনদেন অসম্পূর্ণ থেকে গেছে। একইসঙ্গে এটিএম লেনদেন হওয়ার পর লেনদেনের কোড সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছয় না। সেটা থেকে জানা যায়। এক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা যায়নি দেখিয়ে পুনরায় ব্যাঙ্ক থেকে টাকা ক্লেম করা হয়।
ব্যাঙ্কের ম্যানেজার সুরঞ্জন হালদার বলেছেন, এভাবে দুদিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এদিন একজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অভিযুক্ত বলছে তার বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কী রহস্য আছে। অভিযুক্ত যুবক জানিয়েছে, তার নাম সোনু কুমার। তার এক বন্ধু তাকে চুঁচুড়ায় আসতে বলেছিল। সোমবার সোনু চুঁচুড়ায় আসে। বাস স্ট্যান্ডে রাত কাটায়। এদিন সকালে চক বাজার এটিএম এ টাকা তুলতে যায়। তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল। চুঁচুড়া আসার পর তার ওই বন্ধুকে ফোন করে পাওয়া যায়নি। এদিন একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে। পুলিশ ধরতেই ফোন কেটে দেয়। সোনুর কথাবার্তায় যথেষ্ট অসংগতি থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বন্ধুর খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত সোনুকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। এই চক্রে আর কারা আছে তার খোঁজ চালানো হচ্ছে।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



12 23