সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

SG | ২৭ এপ্রিল ২০২৫ ১৭ : ৩৭Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: দলের মহিলা কর্মীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তবে বহিষ্কারের পরে চুপ থাকেননি তিনি। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি গুরুতর প্রশ্ন তুলে দিলেন এই বর্ষীয়ান নেতা। তাঁর বিস্ফোরক অভিযোগ, "আমি ষড়যন্ত্রের শিকার, নিজের দলের লোকেরাই বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে ফাঁসিয়েছে আমাকে।"

রবিবার রানীগঞ্জে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বংশগোপাল বলেন, “বিশ্বাস করেছিলাম দলের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ায়। কিন্তু রাতের অন্ধকারে সংবাদমাধ্যমে বহিষ্কারের খবর জানতে হল। এত বড় সিদ্ধান্ত, অথচ দল কোনও আনুষ্ঠানিক ভাবে জানাল না। শৃঙ্খলার এত অধঃপতন আগে কখনও দেখিনি।”

তাঁর দাবি, এই ঘটনার পেছনে কলকাতা থেকে আসা কিছু নেতার হাত রয়েছে, যারা জেলার সিন্ডিকেট ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবং বিজেপির সঙ্গে গোপন আঁতাঁত রয়েছে। বংশগোপালের কথায়, "তৃণমূল ক্ষমতায় আসার পরে আমায় আক্রমণ করেছে ঠিকই, কিন্তু নিজের দলের মতো করে পেছন থেকে ছুরি মারেনি।"

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে একটি ভয়েস মেসেজ ভাইরাল হয়েছে, যেখানে তিনি এক মহিলা কর্মীর কাছে বার্তা মুছে দেওয়ার অনুরোধ জানিয়ে ক্ষমা চাইছেন। এই ভয়েস মেসেজের সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি। তবু এই বিষয়ে বংশগোপাল মন্তব্য করতে চাননি।

বহিষ্কারের পরে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, “আমি আপাতত সমাজের সেবা করব। সিপিআই, তৃণমূল, নকশাল—সবার সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে।”

নিজের দলের কিছু নেতৃত্বের উদ্দেশে তোপ দেগে প্রাক্তন সাংসদ আরও বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বারবার। যখন মন্ত্রী ছিলাম, তখনও চেষ্টা হয়েছিল। যখন সাংসদ ছিলাম, তখনও মহিলা-কাণ্ড সাজিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। আজকের এই ঘটনা তারই ধারাবাহিকতা। কিন্তু যারা দিনের পর দিন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তারা এখনো দলে বড় বড় পদ আঁকড়ে আছে। তাদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে না?”

বংশগোপালের এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দলবদলের জল্পনাও তুঙ্গে।


CPIMBansa Gopal ChowdhuryLeft Front

নানান খবর

নানান খবর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

আলিপুরদুয়ারে সরকারি স্তরে তৈরি হচ্ছে সুইমিং পুল, কত খরচ জানেন?

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের

সোশ্যাল মিডিয়া