বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ ডিসেম্বর ২০২৩ ০৬ : ২২Pallabi Ghosh
চন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাদনঘাট: ‘খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলার কন্যা / ওদের সবাই যত্ন করো, ওরা যে অনন্যা...।’ বাংলার মাছের মজলিশে ক্রমশ উবে যেতে বসা চুনোপুঁটি, চেলা, ভ্যাদা, চ্যাং, মৌরলা, ফ্যাসা, খলশেদের নিয়ে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে গান গলায় তুলে নিয়েছেন মৎস্যজীবী পরিবারের মা–মেয়েরা। জেলেপাড়া জুড়ে যেন স্লোগান হয়ে ছড়িয়ে পড়েছে এই কয়েক কলি। কখনও হাতে হাত রেখে, কখনও বা আনমনে একাকী গুনগুনিয়ে উঠছে এ গানেরই সুর।
মাছেদের ঘরদুয়ার খাল–বিল–পুকুর বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের সঙ্গে জোট বেঁধে বড়দিন থেকেই শুরু করছেন দু’দিনের মহা মৎস্যযজ্ঞ ‘খালবিল উৎসব’। থাকবে খানাপিনারও দেদার আয়োজন। অতিথিদের পাতে পড়বে জিভে–জল–আনা চুনো মাছের লোভনীয় সব পদ! বাদ যাবে না শীতের খাবারের ‘সিগনেচার টিউন’ খেজুরগুড়ের হরেক পদ, পিঠে–পুলি–পায়েসও।
নাদনঘাটের কোবলা, গঙ্গানন্দপুর, কুটিরপাড়া, চকরাহাতপুর, তুলসীডাঙা, চাঁপাহাটি–সহ লাগোয়া এলাকার হাজারেরও বেশি মৎস্যজীবীর জিয়নকাঠি হল প্রায় ১০০ একর জুড়ে থাকা গায়ে গা–লাগা বিশাল জোড়া জলাশয়— বাঁশদহ আর চাঁদেরবিল। রাজ্যের মৎস্য দপ্তর, পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও সংশ্লিষ্ট পূর্বস্থলী–১ ব্লকের সহায়তায় এই বিল দুটিতে এখন ১৭ প্রজাতির চুনো মাছের চাষ হচ্ছে। পঞ্চায়েতের উদ্যোগে বিলের বুক থেকে কচুরিপানার দখলদারি সরিয়ে কাচের মতো চকচকে জলের বুকে হেসে–খেলে–দৌড়ে বেড়াচ্ছে খয়রা, পুঁটি, চেলা, ভ্যাদা, সোনাখড়কে, চ্যাং, বেলে, মৌরলা, ফ্যাসা, চাঁদা, খলশের মতো চুনোর দল। এই সব খুদে মাছের পালই তো এলাকার বহু মানুষের সংসারের হাল ধরে রেখেছে এখন। উৎসবের প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘আমাদের সবথেকে বড় প্রাপ্তি হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তিনি এই উৎসব সম্পর্কে অবহিতই শুধু নন, উৎসবের থিম সংটিও তিনিই লিখে দিয়েছেন।’ উৎসব সফল করতে ও এলাকার মানুষকে এই উদ্যোগ সম্পর্কে জানাতে সংশ্লিষ্ট শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা জুড়ে রবিবার হল একটি বিরাট পদযাত্রাও।
উৎসব প্রাঙ্গণ থেকে এসটিকেকে রোড পর্যন্ত রাস্তা তৈরি, মৎস্যজীবীদের পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা, মাছ ধরার সরঞ্জামের জোগান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও শুরু হয়েছে। একদিকে আশ্চর্য সুন্দর প্রকৃতি, আর অন্যদিকে মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতিজড়ানো বেশ কয়েকটি স্থান এখানকার অন্যতম দেখার জায়গা। তাই রাতে থাকার জন্যও তৈরি হয়েছে অতিথি নিবাস। জলাশয় দুটির সঙ্গে খাল কেটে জুড়ে দেওয়া হয়েছে ভাগীরথীকে। ফলে জলের অভাব নেই। সবুজের চাঁদোয়ায় মুড়ে দেওয়া হয়েছে চত্বর। হাজির হয়েছে অজস্র জানা–অজানা পাখির পাল। সপ্তাহান্তের ছোট্ট ছুট হোক বা চড়ুইভাতি— মডেল ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই এলাকা। আর আছে ফি–বছর বড়দিনে ‘খালবিল উৎসব’। এ সময় অঞ্চলের মৎস্যজীবীদের ডানায় যেন লাগে আনন্দের হাওয়া। মাঝবিলে নৌকায় মঞ্চ বেঁধে দিনভর চলে বাউল, পল্লীগীতি, ভাটিয়ালির মাতাল করা আমেজ। সুরের দোলায় হয়তো বা দুলে ওঠে বিলের গভীরে ঘামটি মেরে–থাকা চুনোপুঁটি–খলশেরাও। এবার অবশ্য উৎসবের সূচনায় গাওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা গানটিই। ক’দিন ধরে মৎস্যবাড়ির গিন্নিরা দিন–রাত্তির তারই যে তালিম নিলেন তুমুল উৎসাহে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...
কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...
ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...
৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...
রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...
ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...
জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...
পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...
পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...
'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...
শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...
চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...
অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...
রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...
পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ! সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...