রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫ : ৩৯Pallabi Ghosh
চন্দ্রনাথ ব্যানার্জি, বোলপুর: শান্তিনিকেতনে এবার পৌষমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৭ পৌষ সকাল ১১ টায় পূর্বপল্লী মেলার মাঠে বাউল মঞ্চেই আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সশরীরে হাজির না থাকলেও তিনি টেলিফোনে উদ্বোধনী ভাষণ দেবেন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করবেন বিশিষ্ট ভাষাবিদ সুনীতি পাঠক। থাকবেন কল্পিকা মুখোপাধ্যায়। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেন, অধ্যাপক স্বপন দত্তদের মতো আশ্রমিক শিক্ষাবিদদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে পৌষমালার সূচনা হবে। শান্তিনিকেতনে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বসছে শুনে খুশি বিশ্বভারতীর আর এক প্রাক্তনী নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। টেলিফোনে আজকাল-কে জানিয়েছেন, তিনি শুধু খুশিই নন, এইরকম একটা ভাল উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।রাজ্যসরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন এই খবরটাও তিনি পেয়েছেন। বিদেশে থাকার জন্য কিন্তু তিনি থাকতে পারছেন না।
এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পাঁচদিনের এই মেলা পূর্বপল্লী মাঠে হওয়ার পেছনে মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ রয়েছে। কারণ তিনি বিশ্বভারতী পৌষমেলা করবে না জানার পরেই জেলা প্রশাসনকে পৌষমেলা করার নির্দেশ দেন এবং তা পূর্বপল্লীর মাঠে হলে আরও ভাল হবে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকেই জেলা প্রশাসন কোমর বেঁধে নেমে পড়ে। সঙ্গে বিশ্বভারতীর আধিকারিকেরাও বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বিশ্বভারতীর পক্ষে যতটা সম্ভব মেলায় অংশ নেওয়ার সেই ভাবেই তাঁরা এগিয়ে এসেছেন। এমনটাই দাবি বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়ের।
আগামিকাল উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার বিধায়কেরা। প্রস্তুতি প্রায় শেষ। দূর দূরান্ত থেকে আসছেন ব্যাবসায়ীরা। প্রায় ১৬০০ স্টল রয়েছে। নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি রয়েছে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের মত বিভিন্ন দপ্তরের স্টল।কলা ভবনের প্রদর্শনী, রবীন্দ্রভবনের প্রদর্শনীও থাকবে। স্বাভাবিকভাবেই অনেকটাই বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা দেখা যাবে বলে জেলা প্রশাসনের দাবি। এমনকী বিশ্বভারতীর যে রং ব্যাবহার করে সেই রংয়ের কাপড় ব্যবহার করা হয়েছে মণ্ডপে।বিশ্বভারতীর আঙ্গিক যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেদিকে সবসময় সজাগ জেলা প্রশাসন। পৌষ উৎসবের যে অনুষ্ঠান বিশ্বভারতী পরিচালনা করছে সেগুলোর সাথে কোনওভাবে পৌষমেলার অনুষ্ঠানের সংঘাত না হয় সেটাও করা হচ্ছে পুরনো মেলার মতোই। পৌষকালে এবার হস্তশিল্পীদের জন্য থাকছে বিশেষ প্যাভিলিয়ন। যেখানে দুস্থ হস্তশিল্পীরা বিনা পয়সায় জায়গা পাবেন। এবং সেখানে বসে তাঁরা নিজেদের হাতের কাজ বানাবেন এবং বিক্রি করবেন।সে ব্যবস্থা মেলা কমিটির পক্ষ থেকে করা হয়েছে বলে মেলার আহ্বায়ক বোলপুরের এস ডি এ অয়ন নাথ জানিয়েছেন। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬০০ র বেশি পুলিশ মতায়ন করা হচ্ছে। বিশেষ করে মেলার মধ্যে থাকছে ওয়াচ টাওয়ার। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সাদা পোশাকেও পুলিশ থাকছে। যাতে পকেটমারি, ছিনতাইবাজদের জব্দ করা যায়। এর পাশাপাশি আজ বিকেলে পৌষমেলার রুট ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে দূরদূরান্ত থেকে যাঁরা আসবেন তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়। ওই ম্যাপ দেখে তাঁরা পৌঁছে যাবেন মেলার মাঠে এবং মেলায় কোথায় কী রয়েছে সেটাও এই ম্যাপের মধ্যে রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আনুষ্ঠানিকভাবে পুলিশের এই রুট ম্যাপ আজ প্রকাশ করেন। ছিলেন জেলাশাসক বিধানচন্দ্র রায় জেলা পুলিশ সুপার রাজ নারায়ন মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ প্রমুখ।
নানান খবর
নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা