সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৬ এপ্রিল ২০২৫ ১০ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ছেলেধরা সন্দেহে এক মহিলাকে গণপিটুনির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের হৃদয়পুরে। পরে ওই মহিলাকে বারাসত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় ন'মাস পরে আবার জেলায় ফিরে এল ছেলেধরা আতঙ্ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হৃদয়পুর কল্পনা কুণ্ডু নামে এক মহিলার পাঁচ বছরের ছেলে অসুস্থ ছিল। তাকে সর্বক্ষণ দেখাশোনার জন্য ওই মহিলাকে রাখা হয়েছিল। ওই মহিলার বাড়ি হাবড়ায়। শনিবার বিকেলে ওই মহিলা শিশুটিকে নিয়ে কোথাও চলে যান। সন্ধের পর ছেলেকে না পেয়ে কুণ্ডু পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশী যুবকরাও শিশুটির খোঁজে চারদিকে ছোটাছুটি শুরু করেন। ইতিমধ্যে পরিবারের লোকেরা ওই মহিলার মোবাইল নম্বর জোগাড় করে ফোন করেন। তাঁরা শিশুটিকে নিয়ে ফিরে আসতে বলেন। রাতে ওই মহিলা শিশুটিকে নিয়ে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দারা তখন তাঁকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর শুরু করেন। রাতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শিশুটির মা কল্পনা বলেন, 'অনেকক্ষণ ধরে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। যে মহিলার ওপর ছেলের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম, তাকেও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের সন্দেহ, ওই মহিলা আমার ছেলেকে অন্য কোথাও পাচার করার ছক করেছিল। পরে সে ভয় পেয়ে ফিরে এসেছে।'
যদিও ওই মহিলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি দাবি করেছেন, শিশুটি তাঁর সঙ্গে যাওয়ার বায়না করেছিল। শিশুটিকে সঙ্গে নিয়ে তিনি অন্য বাড়িতে কাজে গিয়েছিলেন। কুণ্ডু বাড়িতে তিনি কাজ করবেন না বলায় চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর জুন মাসে ছেলেধরা সন্দেহে পরপর গণপিটুনির ঘটনা ঘটেছিল। তারপর ছেলেধরা আতঙ্ক গোটা জেলায় ছড়িয়ে পড়ে। হাবড়া, বনগাঁ, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটায় বেশ কয়েকজনকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রচার শুরু হয়েছিল। প্রায় দু'মাস পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।
নানান খবর

নানান খবর

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মুখ্যমন্ত্রীর পরিদর্শন

বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজই দিঘার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

আজ ঝেঁপে নামবে তুমুল বৃষ্টি, ঝড়ে-বজ্রপাতে টানা চরম দুর্যোগ বাংলায়, মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের