বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০১ এপ্রিল ২০২৫ ২১ : ২৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে ইদের আনন্দ করতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাক বাংলো-জামিয়া কাটান এলাকায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,' প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধে নাগাদ কয়েকজন ব্যক্তি ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় একটি কন্টেনার তাঁদেরকে ধাক্কা মেরে মালদার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। ঘাতক কন্টেনারটিকে আটক করা সম্ভব হয়েছে।'
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আটটা নাগাদ জামিয়া কাটান এলাকায় একটি মোটরসাইকেলে চারজন ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় ফরাক্কার দিকে যাওয়া একটি কন্টেনার দ্রুত গতিতে এসে কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে ফারাক্কার দিকে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এক নাবালককে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের বাড়ি উত্তর মহাদেবনগর এলাকায়। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম ইজাজ শেখ। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
উৎসবের আবহে এই ভয়াবহ দুর্ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে তারা জাতীয় সড়ক থেকে দেহ তুলতে বাধা দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ১২ নম্বর জাতীয় সড়কের উপর নতুন ডাকবাংলো-জামিয়া কাটান এলাকায় প্রায়শই স্থানীয় থানার সিভিক ভলান্টিয়াররা জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলকারী গাড়ি থেকে বেআইনিভাবে টাকা আদায় করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এদিন পুলিশকে 'তোলা' না দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি পথচারীদের ধাক্কা মেরেছে। দুর্ঘটনার পর সামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহগুলি জাতীয় সড়ক থেকে তুলতে এলে আশেপাশের গ্রাম থেকে প্রচুর বাসিন্দা এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাত ন'টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।
জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক শীর্ষ আধিকারিক ওই এলাকায় যান। উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করে পথ অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভের কারণে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় জাতীয় সড়কের দু'দিকেই কিছু সময় ধরে বিশাল যানজট তৈরি হয়।
নানান খবর
নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

নিশিরাতে নদীর পাড়ে একা হাঁটত কে? শোনা যেত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, একমাস পরে উন্মোচিত রহস্য

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই