বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাস্তার ধারে পড়ে সিভিক ভলেন্টিয়ারের রক্তাক্ত দেহ, ঈর্ষার জেরে খুনের অভিযোগ পরিবারের

Pallabi Ghosh | ৩০ মার্চ ২০২৫ ১১ : ৩১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে সাগরপাড়া থানার জয়পুর এলাকায় রাস্তার পাশে ওই সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর মোটরসাইকেলটি। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আব্দুর রউফ (৩৪)। তাঁর বাড়ি কুতুবপুর গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাঁর দেহটি উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, 'সৎ' পথে চলার জন্য তাঁদের পরিবারের সদস্যকে খুন করা হয়েছে। 

 

সাগরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটেছে। 

 

মৃতের পরিবার সূত্র জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সাগরপাড়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্তব্যরত ছিলেন দুই সন্তানের বাবা আব্দুর। রবিবার সকালে জয়পুর এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার ধারে একটি কালভার্টের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আব্দুরের প্রাণহীন দেহ। স্থানীয় সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের বোন মামনি বিবি বলেন, 'আমার ভাই থানায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি করত বলে গ্রামের এবং এলাকার অনেকেই তাকে সহ্য করতে পারতেন না। আমাদের সন্দেহ সেই আক্রোশের বশে কেউ বা কারা তাকে খুন করেছে। আজ সকালে আমরা খবর পাই ভাইয়ের দেহ রাস্তার ধারে পড়ে রয়েছে।'

 

মৃত সিভিক ভলেন্টিয়ার স্ত্রী জানান, 'রোজ রাত ১২-১ টা নাগাদ আমার স্বামী ডিউটি করে বাড়ি ফিরত। কিন্তু গতকাল রাতে সে ফেরেনি। গতকাল থানায় ইফতারের অনুষ্ঠান থাকায় আমরা কোনও সন্দেহ করিনি। আমরা ভেবেছিলাম আমার স্বামী রাতে হয়তো থানাতেই বা কোনও বন্ধুর বাড়িতে থেকে গিয়েছে। আজ সকালে আমরা খবর পাই আমার স্বামীর দেহ রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে। আমার স্বামী কোনও দুর্ঘটনায় মারা যায়নি। তাকে গলা টিপে খুন করা হয়েছে। তারপর দেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। যারা এই কাজের সঙ্গে জড়িত আমি তাদের কঠোর শাস্তির দাবি করছি।' 

 

যদিও মৃত ওই যুবকের মামা বাচ্চু সরকার বলেন, 'স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা শুনেছি গতকাল রাতে থানা থেকে বাড়ি ফেরার পথে আব্দুর পথ দুর্ঘটনার কবলে পড়ে এবং নিজের মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সেই অবস্থাতেই সম্ভবত সারারাত সে রাস্তার পাশে পড়েছিল। গভীর রাত হওয়ার কারণে কেউ ঘটনাটি বুঝতে পারেনি। আজ সকালে আব্দুরের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়।' 


MurshidabadCrime newsCivic Volunteer

নানান খবর

নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া