বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sumit | ২৮ মার্চ ২০২৫ ১৫ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের লালগোলা থানার এলাকায় একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রকে স্কুলের মধ্যে বিবস্ত্র করে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই বলেন,'আহত ওই ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হচ্ছে।'
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভগবানগোলা থানার কালিনগর এলাকার বাসিন্দা জনৈক ফিরোজ শেখ তার ছেলেকে লালগোলা-যশইতলা এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে ভর্তি করিয়েছিলেন। ২৪ মার্চ ওই বেসরকারি স্কুলের হোস্টেল থেকে এক শিক্ষকের টাকা চুরি যায়। অভিযোগ উঠেছে ওই শিক্ষকের টাকা ফিরোজের ছেলে চুরি করেছে এই সন্দেহে তাকে স্কুলের মধ্যে বিবস্ত্র করে ব্যাপক মারধর করেন প্রধান শিক্ষক হাকিম শেখ ওরফে রুবেল।
ফিরোজের অভিযোগ, 'এখানে পড়াশোনা ভাল হয় এই খবর পেয়ে আমার ছেলেকে গত বছর ডিসেম্বর মাসে ওই স্কুলের তৃতীয় শ্রেণিতে ভর্তি করেছিলাম। আমার ছেলে ওই স্কুলে আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করত। ২৪ তারিখ দুপুর নাগাদ স্কুলের প্রধান শিক্ষক হাকিম শেখ আমাকে ফোন করে ডেকে পাঠান। স্কুলে গিয়ে আমি জানতে পারি এক শিক্ষকের টাকা আমার ছেলে চুরি করেছে এই সন্দেহে ওই প্রধান শিক্ষক আমার ছেলেকে বিবস্ত্র করে ব্যাপক মারধর করেছেন।'
ফিরোজ আরও দাবি করেন,' স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকলেও তার ছেলে যে টাকা চুরি করেছে তার কোনও প্রমাণ ওই শিক্ষক দিতে পারেননি বা আমার ছেলের ঘর থেকে বা তার কাছ থেকে কোনও টাকাও উদ্ধার হয়নি। সম্পূর্ণ সন্দেহের বশে ওই প্রধান শিক্ষক সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা একটি ঘরের কাছে নিয়ে গিয়ে আমার ছেলেকে বিবস্ত্র করেন এবং তাকে প্রচন্ড মারধর করেন।'
ওই ব্যক্তি আরও অভিযোগ করেন,' স্কুলে পৌঁছানোর আগে তার ছেলেকে ওই প্রধান শিক্ষক হুমকি দিয়ে রেখেছিলেন কিছু জানালে তাকে আরও মারধর করা হবে। স্কুলে কিছুক্ষণ থাকার পর তিনি গোটা ঘটনাটি জানতে পারেন।মারধরের ঘটনায় ছেলে গুরুতর অসুস্থ হয়ে গেলে সেইদিনই তিনি হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসেন। এরপর ছেলেটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেই সময় প্রধান শিক্ষক এসে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে গোটা বিষয়টি মীমাংসা করে নিতে বলেছিলেন।'
ফিরোজের দাবি, ' প্রধান শিক্ষকের কথায় আমি রাজি হইনি। বৃহস্পতিবার আমার ছেলে একটু সুস্থ অনুভব করতেই রাতে লালগোলা থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলাম।' তিনি আরও বলেন,' ছেলে খুব ভয় পেয়ে গিয়েছে। সে আর ওই স্কুলে যেতে রাজি নয়।' গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা শিশু সুরক্ষা কমিটি হস্তক্ষেপ করেছে ।
নানান খবর
নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই