বুধবার ০৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৭ মার্চ ২০২৫ ১৬ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফরে আসছেন। জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক টেলিভিশন সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন যে, "প্রসিডেন্ট পুতিনের ভারত সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।" তাঁর স্পষ্ট দাবি, রাশিয়া ও ভারত তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে।
বিদেশমন্ত্রী ল্যাভরভ বলেছেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফর করেছেন। এখন আমাদের পালা।" তিনি আরও বলেন যে "প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের জন্য বর্তমানে প্রস্তুতি চলছে।" তবে, এই সফর কবে হতে পারে তা নির্দিষ্ট করেননি ল্যাভরভ।
গত বছর রাশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী মোদি, রুশ প্রেসিডেন্টকে সরকারিভাবে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বিদেশমন্ত্রী ল্যাভরভ বলেছেন যে,"রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ভারত সফরের পরিকল্পনা চলছে।"
রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত 'রাশিয়া এবং ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়' শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানেই তিনি প্রেসিডেন্ট পুতিনের বারত সফর সম্পর্কে এতকিছু খোলসা করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর। এই সফর ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের "নতুন অর্থনৈতিক রোডম্যাপ" এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারেরও বেশি করতে সম্মত হয়েছে। এছাড়াও, উভয় দেশই বাণিজ্য রুট উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণে সম্মত হয়েছে। চেন্নাই-ভ্লাদিভোস্তক সামুদ্রিক বাণিজ্য করিডর রাশিয়া থেকে ভারতে পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে বার্ষিক প্রায় ৬০ বিলিয়ন ডলার।
চলতি সপ্তাহেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নিশ্চিত করেছেন যে, মস্কো নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে সম্পূর্ণরূপে পুনর্নির্ধারণ করতে পারে। রাশিয়ার নজরে রয়েছে, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েও "বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব" গড়ে তোলার বিষয়টি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লেখা তাঁর সাম্প্রতিক বার্তায়, প্রেসিডেন্ট পুতিন লিখেছিলেন, "রাশিয়া-ভারত সম্পর্ক একটি বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে রয়েছে। আমি নিশ্চিত যে, আমরা সকল ক্ষেত্রে সদর্থক দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ে গঠনমূলক অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য যৌথ প্রচেষ্টা চালাবো। নিঃসন্দেহে, এটি আমাদের জনগণের মৌলিক স্বার্থ পূরণ করবে এবং একটি ন্যায্য, বহুগামী আন্তর্জাতিক ব্যবস্থা গঠনের চেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ।"
নানান খবর
নানান খবর

এক লাফেই পার ৭ ফুটের গেট, অবাক হল নেটদুনিয়া

আপনার বয়স কী ১৬! তাহলে আর ইনস্টাগ্রাম লাইভ করতে পারবেন না, বিরাট সিদ্ধান্ত নিল মেটা

বড় কোনও কাজের আগে এই ওষুধটি খায় হামাস এবং আইসিস-এর সদস্যরা, কী হয় সেই ট্যাবলেটে

নিজের ধ্বংস নিজের হাতে, শুরু হল বিবর্তনের নতুন ইতিহাস

মিটতে পারে পৃথিবীর বিদ্যুতের চাহিদা, কোন সমাধান এল নাসার হাতে

আরও কড়া ট্রাম্প, চিনা পণ্যে বাড়তি ৫০ শতাংশ শুল্ক আরোপ! চরমে বাণিজ্য সঙ্ঘাত

কবর থেকে তুলে বসানো হয় বিয়ের পিঁড়িতে, মৃতের সঙ্গে গাঁটছড়া বাঁধাই নিয়ম! ‘ঘোস্ট ম্যারেজ'-এর কারণ জানলে চমকে উঠবেন

আমেরিকা জুড়ে ট্রাম্প-মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, ইলনের পোস্টে 'ষড়যন্ত্র'-এর অভিযোগ?

মিলনে রাজি হননি স্ত্রী, রাগের বশে সদ্যোজাতকে নিয়ে কলাবাগানে গেলেন বাবা, তারপর কী হল শিশুটির সঙ্গে?

বিশ্বজুড়ে ত্রাহি রব, মার্কিন অর্থনীতিতে মন্দার মেঘ, তাও ট্রাম্পের দাবি, 'কোনও মুদ্রাস্ফীতি নেই'

গাজায় ইজরায়েলি হামলায় ১৫ জন নিহত, অধিকাংশই নারী ও শিশু

২০ বছরের ড্যারেন থেকে আজ বিশ্ববিখ্যাত স্পিড, কী এমন ম্যাজিকে বিশ্ববিখ্যাত হলেন রোনাল্ডোর ভক্ত? ফাঁস করলেন রহস্য…

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি ২৫০ কোটি টাকার রোলস-রয়েস! জানেন এর মালিক কে?

কুমিরের সঙ্গে মজা করতে ঘটল ভয়ানক বিপদ!

ট্রাম্পের পাল্টা শুল্কনীতি, অসন্তুষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী, সোমবারই বড় ঘোষণার পথে স্টার্মার