বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

pomegranate can benefit the patients of anemia

স্বাস্থ্য | রক্তাল্পতায় ভুগছেন স্ত্রী? নিয়ম করে খাওয়াতে পারেন এই ফল, কাজ করবে মহৌষধির মতো

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ১৪ : ২৭Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: ছোটদের অনেকেই এখন ফাস্ট ফুডে মারাত্মক আসক্ত। পিৎজা বার্গার খেতে দিলে আপত্তি নেই কিন্তু চিরপরিচিত ফলমূল খেতে দিলেই তাঁদের মুখ বেঁকে যায়। মা-বাবাও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এই বায়নাক্কা মেনে নেন। তাঁরা ভুলে যান এই চিরপরিচিত ফল মূলের কত গুণ। তেমনই একটি ফল ডালিম। চামড়া ছাড়াতে কষ্ট হয় বলে অনেকেই এই অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল এড়িয়ে যান। অথচ গুণাগুণ জানলে আর কখনও এই ফলকে অবহেলা করবেন না। দেখে নিন কী কী উপকার মিলতে পারে ডালিম খেলে-

১. হৃদরোগের থেকে বাঁচতে: ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ধমনীতে প্লাক জমা প্রতিরোধ করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত ডালিম খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে।
২. ক্যানসার প্রতিরোধ: ডালিমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। বিশেষ করে, প্রোস্টেট ক্যানসার, স্তন ক্যান্সার এবং কোলন ক্যানসার বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ডালিম ভিটামিন সি-এর একটি ভাল উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
৪. হজমশক্তি উন্নত করে: ডালিম ফাইবারে ঠাসা। ফলে ডালিম খেলে হজমশক্তি ভাল হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে। পাশাপাশি ডালিম অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং হজম সংক্রান্ত সমস্যা কমায়।
৫. ত্বকের স্বাস্থ্য রক্ষা করে: ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে সজীব ও উজ্জ্বল রাখে। ডালিম ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ প্রতিরোধ করতেও সাহায্য করে।
৬. রক্তাল্পতা দূর করে: ডালিম আয়রনের একটি খুব ভাল উৎস, যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে এবং ক্লান্তি দূর করতে ডালিমের জুড়ি মেলা ভার।


Pomegranate Benefitsanemia remedyHealthy Fruit

নানান খবর

সোশ্যাল মিডিয়া