সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রঘুনাথগঞ্জ থেকে আটক হাজার হাজার জাল লটারির টিকিট, সর্বস্বান্ত হওয়ার হাত থেকে বাঁচলেন বহু মানুষ, গ্রেপ্তার পাঁচ

AD | ১৮ মার্চ ২০২৫ ১৩ : ৩০Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্য থেকে একটি নামী সংস্থার জাল লটারির টিকিট নিয়ে এসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পাঁচ ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজারের বেশি জাল লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ  এবং সানিরুল শেখ। তাঁদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

পুলিশ সূত্রে খবর, লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গে 'ডিয়ার লটারি' খুবই জনপ্রিয়। এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে, জাল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।

স্থানীয় আরও সূত্রে জানা গিয়েছে, আসল টিকিট কাটলে এবং তার নম্বর মিলে গেলে যে অর্থমূল্যের পুরস্কার মেলে, জাল টিকিটের ক্ষেত্রে সেই অর্থ মূল্যের পুরস্কার মেলে না। জাল টিকিটের ক্ষেত্রে সর্বাধিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার অর্থমূল্যের প্রথম পুরস্কারের মেলে বলে জানা গিয়েছে। তবে জাল টিকিটে অনেক বেশি সংখ্যক লোক পুরস্কার পান। এর পাশাপাশি আসল টিকিটে পুরস্কার মিললে ক্রেতা যে কোনও ডিলারের কাছে সেই টিকিট জমা করে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন। কিন্তু জাল টিকিটের ক্ষেত্রে ক্রেতা যে টেবিলে টিকিট কাটেন তাঁকে সেখানে গিয়েই পুরস্কারের দাবি জানাতে হয়। যদিও জাল টিকিট বিক্রেতাদেরকে অনেক বেশি কমিশন দেওয়া হয় বলে আসল টিকিটের থেকে জাল টিকিট এখন অনেক বেশি বিক্রি হচ্ছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ''জাল লটারির টিকিটের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলছি। এই অসাধু কারবারিদের বিরুদ্ধে আমরা সমস্ত থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি।''

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার আমরা গোপন সূত্রে খবর পাই গাড়িঘাট সংলগ্ন এলাকায় বসে কিছু যুবক জাল লটারির টিকিট বিক্রি করেছেন। এরপরই সেখানে অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।


Lottery TicketMurshidabadArrestCrime

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া