বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'সুষ্ঠুভাবে চলছে উচ্চ মাধ্যমিক, মে মাসে ফলাফল', হুগলি এসে জানালেন শিক্ষা সংসদের সভাপতি

Pallabi Ghosh | ১৩ মার্চ ২০২৫ ১৪ : ৪৭Pallabi Ghosh


মিল্টন সেন,হুগলি: পরীক্ষা কেমন হচ্ছে? সরেজমিনে হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শিক্ষা সংসদের সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক এবং জেলা উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই প্রমুখ। 

বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর হাই স্কুল, শ্রীরামপুর আখনা গার্লস হাই স্কুল, ধর্মতলা গার্লস হাই স্কুল ভদ্রেশ্বর পরিদর্শন করে আসেন কৃষ্ণ ভাবিনী নারীশিক্ষা মন্দির চন্দননগরে। এদিন চন্দননগর স্কুলে এসে শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্র তিনি ঘুরেছেন, সর্বত্রই পরীক্ষা ভাল হয়েছে। নবম দিনে হুগলিতে এসেছেন। হুগলিতে পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। তার মধ্যে তিনটি সেন্টার এবং দুটি ভেন্যু। হুগলিতে আহ্বায়ক এবং পরীক্ষা সম্পর্কিত টিম ভাল কাজ করেছে। সব জায়গাতেই সুষ্ঠভাবে পরীক্ষা হচ্ছে। ক্লাস রুমে ঢুকে পরীক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন। জানার চেষ্টা করেছেন প্রশ্ন কেমন হয়েছে? 

পরীক্ষা কেমন হয়েছে? প্রত্যেকেই জানিয়েছেন প্রশ্ন খুব ভাল হয়েছে। অন্যান্য জেলায় ঘুরে কিছু খামতি তাঁর নজরে পড়েছে। আগামীদিনে সেই ভুল ত্রুটি শুধরে নেওয়া হবে। এবছর পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা এবারই প্রথম। মেটাল ডিটেক্টর ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রের ভেতর কোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা কমিয়ে শূন্যতে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবুও মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রে কয়েকটি মোবাইল ধরা পড়েছে।এখনও পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার কারণে ছ'জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষায় মোবাইলের ক্ষেত্রে জিরো টলারেন্স। এটা অবশ্যই একটা বড় সাফল্য। 

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। কারণ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৫ হাজার। রেজিস্ট্রেশন হয়েছিল সারে ৫ লাখ। এনরোলমেন্ট হয়েছিল ৫ লাখ ৯ হাজার। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়ার অনেকগুলি কারণ ছিল। প্রথমত বিশেষ কারণ হল ২০১৭ সালে পঞ্চম শ্রেণিতে ভর্তির সময় পড়ুয়াদের একটা এজ এজাস্টমেন্ট করা হয়েছিল। সেই সময় অনেকেই তখন বাদ পড়ে গেছিল। তাছাড়া পোস্ট কোভিডের একটা এফেক্ট কাজ করেছে। তিনি আশাবাদী আগামী মে মাসের মধ্যে পরীক্ষার ফলাফল বেরিয়ে যাবে। 

শিক্ষা সংসদের সম্পাদক প্রদর্শনী মল্লিক জানিয়েছেন, রাজ্য সরকারের প্রগতিশীল চিন্তা ভাবনা, পলিসি এবং নানা রকমের স্কিম এবং প্রশাসনের সহযোগিতায় নারী পরীক্ষার্থী বেশি হওয়ার একটা কারণ। একইসঙ্গে কন্যাশ্রীর একটা বড় প্রভাব রয়েছে। এছাড়াও রাজ্যের একাধিক প্রকল্প নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যথেষ্টই কার্যকরী হয়েছে।
ছবি: পার্থ রাহা


HooghlyHS Examination

নানান খবর

নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া