বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

These are the symptoms of high uric acid

স্বাস্থ্য | হাত-পা দেখেই বোঝা যাবে ইউরিক অ্যাসিড বেড়েছে! কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন?

নিজস্ব সংবাদদাতা | ০১ মার্চ ২০২৫ ১৬ : ২০Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: ইউরিক অ্যাসিড হল একটি রাসায়নিক যৌগ, যা শরীরে প্রোটিন বিপাকের ফলে তৈরি হয়। সাধারণত, কিডনি ইউরিক অ্যাসিড ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। কিন্তু যখন শরীর খুব বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে বা কিডনি যথেষ্ট পরিমাণে বের করতে পারে না, তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এই অবস্থাকে হাইপারইউরিসেমিয়া বলে। এই সমস্যাকেই চলতি কথায় আমরা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বলি।

দেহে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হাতে এবং পায়ে বিভিন্ন লক্ষণ দেখা দেয়।

 * গাউট: হাতের আঙুল, পায়ের আঙুল, বিশেষ করে বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু বা কনুইয়ের জয়েন্টগুলোতে তীব্র ব্যথা, ফোলাভাব, লালচে ভাব এবং গরম হয়ে যাওয়া, রাতে হঠাৎ করে অস্থিসন্ধিতে তীব্র ব্যথা শুরু হওয়া, অস্থিসন্ধি খুব স্পর্শকাতর হয়ে যাওয়া। হাত পায়ের জয়েন্টের চারপাশে ত্বক চকচকে এবং লালচে হয়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ।


 * টোফি: টোফি শব্দটি টোফাস শব্দ থেকে এসেছে। লাতিন ভাষায় এর অর্থ ছোট পাথর। হাত ও পায়ের আঙুলের জয়েন্ট, কনুই, কানের লতি বা অন্যান্য স্থানে ছোট ছোট সাদা বা হলুদ রঙের পিণ্ড দেখা দেওয়া এই সমস্যার প্রধান লক্ষ। এগুলো আসলে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, যা ত্বকের নিচে জমাট বেঁধে যায় এবং দৃশ্যমান হয়।

এছাড়াও কিডনিতে পাথর হওয়াও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ। পিঠের নিচের দিকে বা পাশে তীব্র ব্যথা, তলপেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া কিডনিতে পাথর হওয়ার অন্যতম উপসর্গ।

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে শুধু হাত ও পায়ে নয়, শরীরের অন্যান্য অংশেও লক্ষণ দেখা দিতে পারে। যদি এই লক্ষণগুলির যে কোনও একটিও দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


High Uric Acid SymptomsUric AcidHealth Tips on Uric Acid

নানান খবর

নানান খবর

এক ফোঁটা মদ না খেয়েও হতে পারে ফ্যাটি লিভার! রোজকার এই পাঁচটি অভ্যাসই নষ্ট করে দিতে পারে যকৃৎ

চর্বি ধুয়ে মুছে সাফ হবে, ভাল থাকবে রক্তনালী-হৃদযন্ত্র! রোজকার এই অভ্যাস কমাতে পারে ডায়াবেটিসও

নিজের অজান্তেই অচেনা পুরুষের শুক্রাণুতে অন্তঃসত্ত্বা মহিলা! তুলকালাম কাণ্ড হাসপাতালে

প্রস্রাবের গতি দুর্বল? বন্ধের পরেও ফোঁটা ফোঁটা মূত্রপাত? নেপথ্যে থাকতে পারে একটি অঙ্গের ক্যানসার! কীভাবে চিনবেন রোগ?

মানসিক উদ্বেগের শিকার হয়েও বুঝতে পারেন না রোগী নিজেই! কীভাবে চিনবেন এই মানসিক সমস্যা?

শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করবেন কীভাবে? কোন কোন খাবারে পাওয়া যায় এই অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ?

একবারেই বেরিয়ে যাবে কোলোনের কোণে কোণে জমে থাকা মল, শুধু এক ফোঁটা এই তেল জিভে লাগিয়ে দেখুন

খাবার খাওয়ার পরেই পেট কামড়ে প্রকৃতির ডাক আসে? ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে না তো? কখন যাবেন চিকিৎসকের কাছে

পিঠের ব্যথায় কাবু? যোগাভ্যাসে হবে মুশকিল আসান, এই তিনটি আসন করুন নিয়ম করে, পালিয়ে যাবে ব্যথা

সোশ্যাল মিডিয়া