সোমবার ৩১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: টাকা দিয়ে গোপনে জমির রেকর্ড বদল। প্রতিবাদ করতে গেলে বিএলআরও-র চেম্বারে তিন মহিলাকে বেধড়ক মারধর করা হয়। আবার বিএলআরও-কে মারধরের পাল্টা অভিযোগও উঠেছে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের বাসিন্দা রাজেশ দাসের পারিবারিক একটি জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে।
রাজেশবাবু তা জানতে পারার পর ভূমি দপ্তরে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু দপ্তরের পক্ষ থেকে সেই রেকর্ড পূর্বের মালিকের নামে ফিরিয়ে দেওয়া হয়নি। কয়েকজন মহিলা-সহ রাজেশ বাবুর পরিবারের লোকেরা এদিন সরাসরি হাসনাবাদ ভূমি দপ্তরের আধিকারিক তপনকুমার বসুর চেম্বারে প্রবেশ করেন। তপনবাবুকে তাঁরা সরাসরি প্রশ্ন করেন, কীভাবে গোপনে তাঁদের জমির রেকর্ড অন্য ব্যক্তির নামে বদল করে দেওয়া হল। ভূমি অধিকারিক তার সদুত্তর দিতে পারেননি বলে জমির মালিকের অভিযোগ। তখন ওই চেম্বারের ভিতরেই দু'পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
রাজেশবাবুর পরিবারের লোকেদের অভিযোগ, ভূমি আধিকারিকের দপ্তরের কর্মী ও বহিরাগতরা তাঁদের মারধর করে অফিস থেকে বের করে দিয়েছেন। তাতে তিন মহিলা জখম হন। আবার পাল্টা অভিযোগ উঠেছে, রাজেশবাবুর পরিবারের লোকেরাই বিএলআরও তপনবাবুকে প্রথমে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
রাজেশ দাসের বড় বোন কাবেরী দাস বলেন, 'আমাদের পৈত্রিক জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেল। বিষয়টি নিয়ে আমরা একটি অভিযোগ করেছি। কিন্তু ভূমি অধিকারিকের কাছ থেকে কোনও সহযোগিতা পাচ্ছিলাম না। আজ তিনি আমাদের অফিসে আসতে বলেছিলেন। এখানে আসার পর আমাদের মারধর করা হয়েছে। আমরা অনেকেই আক্রান্ত হয়েছি। আমার ভাইয়ের স্ত্রী গুরুতর জখম হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।'
বিএলআরও তপনবাবু বলেন, 'জমি রেকর্ড বদলের ঘটনা নিয়ে একটা অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। যাঁদের জমি রেকর্ড অন্য নামে বদল হয়ে গিয়েছে, তাঁরা আজ এসেছিলেন। তাঁদের আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, উপযুক্ত তদন্ত করে জমির রেকর্ড পূর্ববর্তী মালিকের নামে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু তার আগেই আমার অফিসের চড়াও হয়ে আমাকে মারধর করা হয়েছে। পুলিশকে আমরা সিসিটিভির ফুটেজ দিয়ে দিয়েছি।'
নানান খবর

নানান খবর

নবনির্মিত বাড়ির জলের রিজার্ভারে নেমেই বিপত্তি, উদ্ধার ২ নির্মাণ কর্মীর মৃতদেহ

বইপ্রেমীদের জন্য সুখবর, এবার শিলিগুড়িতে আজকাল বুক কর্নারের পথচলা শুরু

ফের দুর্যোগের ঘনঘটা! ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়, আবহাওয়ার বড় আপডেট

শেওড়াফুলিতে সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন অমিত কর্মকার ও হায়দার আলি

দুর্যোগ মোকাবিলার নামে কাটা হচ্ছে গাছ! রেলের কাণ্ডে রেগে কাঁই আমজনতা, পরিবেশ বাঁচাতে শুরু আন্দোলন

সাত সকালে অবাক কাণ্ড, তাজ্জব সকলে, ইদের আগে আতঙ্কিত গোটা গ্রাম, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল বিধায়কের

চারুমার্কেটের আবাসনে বরাকরের যুবকের রহস্যমৃত্যু, গুরুতর অভিযোগ বাবা-মায়ের

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত-ব্রাহ্মণদের

ফাঁকা বাড়িতে নাবালিকাকে ধর্ষণ, যুবককে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

মামার বাড়িতে বেড়াতে এসে বিপত্তি, ফ্যানের তারে হাত দিয়েই ছিটকে পড়ল ৬ বছরের শিশু, মর্মান্তিক পরিণতি

ডেউচা পাঁচামি নিয়ে শুভেন্দুর দুর্নীতির অভিযোগ, পাল্টা জবাব বীরভূম জেলাশাসকের

মাজারের দায়িত্বে হিন্দু পরিবার, বছরের পর বছর ধরে সম্প্রীতির দৃষ্টান্ত বহন করে চলেছে ভদ্রেশ্বর

মরা পোড়ানোর কাঠ নেই, পচন ধরা বেওয়ারিশ লাশের গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রাণ ওষ্ঠাগত শ্মশান যাত্রীদের

পরকীয়ার জের, প্রেমিকার বাড়িতে গিয়ে পাকড়াও প্রেমিক, যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

লক্ষ্য বিধানসভা নির্বাচন, জন বার্লাকে সঙ্গে নিয়ে পথে নামতে চলেছে তৃণমূলের চা শ্রমিক সংগঠন

পালিতা কন্যাই সর্বনাশ ঘটাল পরিবারের, মাথায় হাত ইঞ্জিনিয়ারের

দাঁড়িয়ে ট্রেন, লেভেল ক্রসিংয়ের গেট খোলা, ঘুমোচ্ছেন গেটম্যান, ঠেলে তুললেন যাত্রীরা

দিন কাটত ফুটপাথে, পুলিশকর্মীর উদ্যোগে নয়া ‘পরিবার’ পেলেন বৃদ্ধ