বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জৌলুস কমেছে ভারত-পাকিস্তান মহারণের? দুই দেশের ক্রিকেটারদের ফাস্ট ফুডের সঙ্গে তুলনা টানলেন আফ্রিদি

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে বহু চর্চিত আইসিসির মার্কি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু সবার নজর ২৩ ফেব্রুয়ারির দিকে। ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। যা ঐতিহাসিক অ্যাশেজকেও ছাপিয়ে যায়। তবে তার আগে অদ্ভুত দাবি করে বসলেন শহিদ আফ্রিদি। তিনি মনে করেন, বাইশ গজে দুই দেশের মধ্যে দ্বৈরথ আগের তুলনায় জৌলুস হারিয়েছে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যেই সেই আগ্রাসী মনোভাব নেই। আফ্রিদি বলেন, 'এখনকার প্লেয়াররা সবাই ম্যাকডোনাল্ড, কেএফসি জমানার।' এমন মন্তব্য করে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সেটা স্পষ্ট করেননি আফ্রিদি। 

দুই ক্রিকেটীয় দেশের মধ্যে সম্পর্ক এবং ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেন যুবরাজ সিংও। মজার ছলে তিনি জানান, দুই দেশের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। যুবরাজ বলেন, 'ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। সকালে ঝগড়া করে, কিন্তু রাতে একসঙ্গে খায়।' গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনে এই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, 'আমাদের দল শক্তিশালী। সম্প্রতি ভাল পারফর্ম করেছে। তবে এবার আসল কাজ বাকি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা লক্ষ্য নয়, দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে হবে। পুরো দেশ দলের পাশে আছে।' ১৯৯০ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে পরিসংখ্যান ভারতের দিকে। তবে ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে দুই বোর্ডের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। যার ফলে এই ম্যাচের পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করবে পাকিস্তান। ২০১৭ সালে ইংল্যান্ডে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়। জেতে পাকিস্তান। এবার ঘরের মাঠে খেতাব ধরে রাখাই লক্ষ্য বাবরদের।


2025ICC_ChampionsTrophyIndia vs PakistanShahid Afridi

নানান খবর

নানান খবর

১৪ বছর আগের সাক্ষাৎকার শুনে নিজেই বিস্মিত কোহলি, বলছেন, 'নিজেও জানি না কী বলেছিলাম!'

'ও মহাসমুদ্র...', কোহলি-রোহিত নন, জনপ্রিয় গায়ক হানি সিংয়ের পছন্দ এই তারকা ক্রিকেটার

দূরে সরিয়ে রেখেছেন আইপিএলের আর্থিক প্রলোভন, নিষেধাজ্ঞা নিয়েও চিন্তিত নন, এই তারকা খেলতে চান কেবল দেশের হয়েই, আজকের দিনে বিরল!

একেই বলে প্রত্যাবর্তন, মেসি ম্যাজিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারে

ইডেনে ফিরল পিচ বিতর্ক, লখনউ ম্যাচে হারের পর দুই কর্তার কথোপকথন প্রকাশ্যে আসতেই যা হল.‌.‌.‌

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন 

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া