শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | স্বস্তি ফিরল এলাকায়, অবশেষে ছাগলের টোপে মৈপীঠ নগেনাবাদে খাঁচাবন্দি বাঘ

Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৮ : ৫৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার।স্বস্তি ফিরলো কুলতলির মৈপীঠের নগেনাবাদে। মঙ্গলবার ভোর ৩টা ৩২মিনিট নাগাদ খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তর সূএে খবর, এলাকায় সবজিক্ষেতের মধ্যে ২টি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। সেই টোপ গিলেই খাঁচায় ধরা দেয় সে। ডিএফও নিশা গোস্বামী বলেন, বাঘটি একটি পুরুষ বাঘ, বয়স ১০ বছর আনুমানিক। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সে সুস্থ থাকলে, ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।   ঠিক কী কারণে বাঘটি লোকালয়ে চলে এল? সে প্রসঙ্গে ডি এফ ও বলেন, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় এক জায়গায় বাঘের সংখ্যা বেশি হয়ে গেলে, ওরা লোকালয়ে চলে আসে। আবার অনেক সময় জঙ্গলের ভিতর মারামারি করে তাঁরা লোকালয়ে চলে আসে।

তবে এই বাঘটি ধরা পড়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এলাকায় মাঝেমাঝেই বাঘ দেখা যায়। তবে এর আগে এভাবে পুরোপুরি লোকালয়ে চলে আসতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রবিবার থেকে এলাকায় আতঙ্ক বেড়েছিল কয়েকগুন। রাতের ঘুম উড়ে গিয়েছিল সাধারণ মানুষের। বাঘ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় এলাকায়। 

 রবিবার বিকেলে রাজকুমার সাঁপুই নামে স্থানীয় এক যুবক, মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্মশানঘাটের কাছে প্রথম বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। গ্রামে ফিরে তিনি সকলকে সেই কথা জানান। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। অবিলম্বে খবর দেওয়া হয় বনদপ্তরে ও স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন বন দপ্তরের কর্মীরা ও মৈপীঠ উপকূল থানার পুলিশ। বাঘটি যাতে রাতের অন্ধকারে কোনও ভাবে গ্রামের ভিতরে ঢুকে না পড়ে, তাঁর জন্য রবিবার রাতেই ব্যবস্থা নেওয়া হয়। নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে, গ্রাম-লাগোয়া জঙ্গল বরাবর নাইলনের জাল লাগানো হয়। এর ফলে রাতে গ্রামে ঢুকতে পারেনি বাঘটি।

তবে সোমবার সকালে জানা গিয়েছিল বন দপ্তরের লাগানো ওই জালের আশপাশেই কোথাও রয়েছে বাঘটি। সেই মতো তাকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা যখন বাঘটিকে বন্দি করার জন্য ফাঁদ পাতছিলেন, সেই সময়ই সেই দলের অন্যতম সদস্য গণেশ শ্যামলকে আক্রমণ করেছিল বাঘটি। কামড় বসিয়েছিল তাঁর ঘাড়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর একটি চোখ। বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার পি জি হাসপাতালে।

 


RoyalBengalTigermaipaith

নানান খবর

নানান খবর

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া