শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Bangladeshi youth arrested in Murshidabad

রাজ্য | শ্বশুরবাড়ির লোককেই বাবা-মা সাজিয়ে ভারতে থাকছিলেন বাংলাদেশি যুবক, পুলিশ তৎপরতায় শেষ রক্ষা হল না

AD | ২৫ জানুয়ারী ২০২৫ ১৩ : ২৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়ির লোকেদেরকে নিজের আপন বাবা-মা বানিয়ে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার সীতানগর গ্রামে থাকছিলেন এক বাংলাদেশি নাগরিক। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল ওই বাংলাদেশি নাগরিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ত্রিশের ওই বাংলাদেশি নাগরিকের নাম মেহের আলি। তাঁর আসল বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা থানার আতরপাড়া গ্রামে। 

রানিনগর থানার এক আধিকারিক জানান, সম্প্রতি আমরা গোপন সূত্রে খবর পাই সীতানগর গ্রামে বাংলাদেশের এক নাগরিক পরিচয় ভাঁড়িয়ে থাকছেন। তবে ওই বাংলাদেশিকে এলাকায় খুব কমই দেখা যেত। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন এই খবর পেয়ে গতকাল পুলিশ ওই গ্রামে অভিযান চালায় এবং মেহেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মেহের স্বীকার করেছেন তাঁর আসল বাড়ি বাংলাদেশে। ভুয়ো নথি ব্যবহার করে তিনি ভারতীয় আধার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে ফেলেছিলেন। 

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ওই ব্যক্তি আরও জানিয়েছেন, প্রায় সাত বছর আগে তিনি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং কয়েকদিন এ রাজ্যে কাটিয়ে কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যান। সূত্রের খবর, কেরলে রাজমিস্ত্রির কাজ করার সময়  মেহেরের সঙ্গে সমাজমাধ্যমে রানিনগর থানার সীতানগর গ্রামের বাসিন্দা জনৈকা সায়রা খাতুন নামে এক মহিলার পরিচয় হয়। বছর তিনেক আগে তাঁরা বিয়ে করে নেন। বর্তমানে মেহের এবং সায়রার দু'টি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সায়রার পরিবারের লোকেদেরকে মেহের নিজের বাবা-মা পরিচয় দিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছিলেন। তবে বছরের বেশিরভাগ সময় মেহের কেরলে কাজ করতেন। মাত্র কয়েক দিনের জন্য সে শ্বশুরবাড়িতে যাতায়াত করত। ফলে মেহেরকে এলাকায় খুব কম দেখা যেত। 

পুলিশের ওই আধিকারিক জানান , ধৃত বাংলাদেশি নাগরিক মেহেরের বিরুদ্ধে বিদেশি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।  সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে শনিবার লালবাগ মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। এর পাশাপাশি মেহেরকে বেআইনিভাবে ভারতীয় নথি তৈরি করার জন্য যাঁরা সাহায্য করেছিল তাঁদের বিরুদ্ধেও মামলার রুজু করেছে পুলিশ।


Bangladesh MurshidabadCrimeArrest

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া