শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ জানুয়ারী ২০২৫ ১৪ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সংস্কারের কাজে শনিবার থেকে টানা পাঁচ মাস বারাসতের উড়ালপুল বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত একটা থেকে সোমবার ভোর তিনটে পর্যন্ত উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর বাইক বা টোটো চলাচল করতে পারবে। তবে চারচাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কোন বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন পুলিশ ও বারাসত পুর প্রশাসনের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ন্ত্রিত যানবাহন চলাচল করবে বলে জানানো হয়েছে। তবে তখন কোন ধরনের যানবাহন উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করবে তা অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী বলেন, 'বারাসতের উড়ালপুল সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। ২৫ জানুয়ারি, শনিবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্য দিনগুলোয় দু'চাকা ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে।'
সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে। জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলোকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে। যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে, সেগুলোকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে।
বারাসতের তিতুমীর বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস। বারাসত সত্যভারতীর কাছেও হবে অস্থায়ী বাস স্ট্যান্ড। সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট চারচাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আমডাঙা-নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে, পুলিশ সে ব্যবস্থা করেছে। পুলিশ জানিয়েছে, বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসাবেও ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দমকলের চলাচল নিয়ে প্রশাসন কিছুটা চিন্তিত। সে ব্যাপারে প্রশাসন বিকল্প পথের সন্ধান করছে।
#Barasat#Barasat flyover #flyoverwillbekeptclosed
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, ফাঁকা বাড়িতে গৃহবধূর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ...
প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় তিনটি বাঙ্কারের সন্ধান পেল বিএসএফ, ভিতরে উঁকি দিতেই চক্ষু স্থির ...
আর জি কর মামলার শাস্তি ঠিক হল না: সাংসদ কল্যাণ ব্যানার্জি ...
চুঁচুড়ায় উৎসবের মেজাজ, বাড়ি ফিরলেন খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় সুমন ...
ফের হামলা আসানসোলে, এবার দিনেদুপুরে বন্দুক নিয়ে হামলা এক ব্যবসায়ীর বাড়িতে ...
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...