শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১১ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের চতুর্দিক সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। আগামিকাল, মঙ্গলবার ভোরে শুরু হচ্ছে পুণ্যস্নানের তিথি। তার কয়েক প্রহর আগে ঠান্ডায় গরম চায়ের কাপে চুমুক দিয়ে সেই মুহূর্তের অপেক্ষায় হাজার-হাজার পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ড্রোন ক্যামেরা ও হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
এবছর গঙ্গাসাগরে ১ তারিখ থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে, জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনের এক কর্তা সোমবার সকালে বলেন, রবিবার রাতেই ৫০ লক্ষের ভিড় পার করেছে। আগামিকাল পুণ্যস্নানের আগে দ্বিগুণ মানুষের জনাসমাগম হতে পারে বলে অনুমান করছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত লঞ্চ ও ভেসেল। রাস্তায় চলছে অতিরিক্ত বাস।
গোটা মেলা চত্বর জুড়ে এবং কপিল মুনির আশ্রমকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় তিওয়ারি বলেন, 'ট্রেন তারপর বাস পরে লঞ্চে চেপে এসেছি। এ এক অনন্য অভিজ্ঞতা। এখানে পৌছে প্রশাসনের আন্তরিকতায় অত্যন্ত খুশি। ওঁদের জন্য হারিয়ে যাওয়া পরিবারের একজনকে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে পাই।'
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় সাগরদ্বীপে লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশকর্মী ও আড়াই হাজার সিভিল ডিফেন্স কর্মী দিনরাত এক করে ডিউটি দিচ্ছেন। ডিটেকশন ডগ বা স্নিফার ডগ দু'টি আনা হয়েছে। অন্যদিকে মেলায় চোরেদের উপদ্রব পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়ের ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়েছে চোর। ওই ব্যাগেই ছিল তিন লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোন। ইতিমধ্যে গঙ্গাসাগর কোস্টাল অস্থায়ী পুলিশ থানায় অভিযোগ করেছেন শ্যাম মাখাল নামক ওই প্রৌঢ়। অভিযোগে জানিয়েছেন, উলুবেড়িয়া থানার জগরামপুর-বাঁশবেড়িয়া এলাকার একটি আশ্রম থেকে প্রায় ১৫০ জন পুণ্যার্থীকে নিয়ে গঙ্গাসাগরে আসেন তিনি। সাগরে পাঁচ নম্বর রাস্তার ধারে শৌচাগারে যাচ্ছিলেন, তখনই ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। জামাকাপড় ও ব্যাগ উদ্ধার হলেও টাকা ও মোবাইলের সন্ধান পাননি তিনি।
নানান খবর
নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই