বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের চালু করা ই-টেন্ডারিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শুক্রবার মুর্শিদাবাদ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য মহম্মদ তৌহিদুর রহমান। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। বিষয়টি খোঁজ নিয়ে তারপরে বিস্তারিতভাবে বলতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
মুর্শিদাবাদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে জেলার বেশ কিছু মানুষকে কম্বল প্রদান করার জন্য সম্প্রতি জেলা পরিষদ একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর গত ৩ জানুয়ারি ২৬০০টি কম্বল কেনার জন্য জেলা পরিষদের তরফ থেকে একটি 'কোটেশন' আহ্বান করা হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও সামগ্রী কিনতে হলে তা ই-টেন্ডারিং পদ্ধতির মাধ্যমে কিনতে হয়। ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও জিনিস কিনলে ক্রয় সম্পর্কিত তথ্যাদি ইংরেজি এবং বাংলা খবরের কাগজ এবং রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।।
তৌহিদুরের অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ২৬০০ কম্বল কেনার জন্য ৯.৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে গোটা প্রক্রিয়াটি ই-টেন্ডারিং ব্যবস্থার মাধ্যমে না করে 'কোটেশন' ডেকে আব্বাসউদ্দিন শেখ নামে এক ব্যক্তির সংস্থাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে।'' তাঁর আরও অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ৩ জানুয়ারি এই 'কোটেশন' আহ্বান করা হয়। মাঝে ৪ এবং ৫ তারিখ শনি ও রবিবারের জন্য জেলা পরিষদে ছুটি ছিল। ৬ তারিখে 'কোটেশন' জমা দেওয়ার শেষ দিনই আব্বাসউদ্দিনের সংস্থা 'কোটেশন' জমা দেয়। সেদিনই তাঁকে কম্বল সরবরাহ করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়া হয় জেলা পরিষদের তরফ থেকে।'' তিনি বলেন, ''গোটা বিষয়টি আমরা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার তথা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি তিনি ব্যবস্থা নেবেন।''
কম্বল বিতর্কে রুবিয়া সুলতানা বলেন, ''মাঝে কয়েকদিন আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই কম্বল কেনার বিষয়টি আমার ঠিক জানা নেই। খোঁজ নিয়ে আমি বলতে পারব।''
অন্যদিকে, কম্বল সরবরাহকারী সংস্থার তরফে আব্বাসউদ্দিন শেখ বলেন, ''জেলা পরিষদের তরফ থেকে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল আমি তেমনভাবেই কাজ করেছি। 'কোটেশন'-এর শর্ত মেনে ইতিমধ্যে আমি জেলা পরিষদের কম্বল সরবরাহ করে দিয়েছি। আশা করছি দ্রুত তার টাকা পেয়ে যাব।''
নানান খবর

নানান খবর

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, রাজ্য প্রশাসনের কড়া নজরদারি শুরু মুর্শিদাবাদ জেলায়

হু-হু করে বইবে হাওয়া, কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হবে বাংলা, কমলা সতর্কতা জেলায় জেলায়

সোদপুরে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কারখানায়, প্রাণ গেল একজনের

বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

ফুরফুরাবাসীর চাহিদা হল পূরণ, মমতার ঘোষণায় হবে হাসপাতাল, কলেজ

পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল

মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা, তিন বৃদ্ধের দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী