বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ১২ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় মাইকেল ক্লার্ক। সিডনিতে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত জানানো হয়নি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। তাঁকে পূর্ণ সমর্থন করলেন মাইকেল ক্লার্ক। যার নামে ট্রফি, তাঁকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি! এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার এটা ভুল হয়েছে। আমি জানি সিরিজ শুরুর আগেই এই সিদ্ধান্ত হয়েছিল। ভারত জিতলে সুনীল গাভাসকর ট্রফি তুলে দেবে। অস্ট্রেলিয়া জিতলে অ্যালান বর্ডার। তাই এটা ওদের জন্য চমক ছিল না। তবে আমার কাছে এর কোনও মানে নেই। দু'জনেই উপস্থিত ছিল। যেই জিতুক না কেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু'জনেরই থাকা উচিত ছিল। দু'জনেরই মঞ্চে থেকে একসঙ্গে ট্রফি তুলে দেওয়া উচিত ছিল।'
বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা। তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে চর্চা চলছে। আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে একইভাবে আউট হন। পুরোনো টাচ পুরোপুরি হারিয়ে ফেলেছেন। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে। তারই মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। অনেকেই মনে করছেন কোহলির অবসর নেওয়া উচিত। কিন্তু একেবারেই সেটা চান না মাইকেল ক্লার্ক। তাঁর দাবি, এখন যদি টেস্ট থেকে বিরাট কোহলি অবসর ঘোষণা করে, সবচেয়ে সমস্যায় পড়বে ভারতীয় দল। পাশাপাশি তিনি বলেন, রোহিতের জায়গায় যদি কোহলি অধিনায়ক থাকত, খারাপ ফর্ম থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা ধরে রাখত। একটি পডকাস্টে ভারতীয় তারকার বর্তমান ফর্ম এবং দলে তাঁর গুরুত্ব নিয়ে আলোচনায় সামিল হন ক্লার্ক। সেখানেই এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
প্রাক্তন অজি অধিনায়ক মেনে নেন, বর্তমানে নিজের ফর্মের ধারেকাছে নেই বিরাট। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তবে তাঁর প্রতিভা এবং দলের ওপর প্রভাবের আলাদা উল্লেখ করেন। ক্লার্ক বলেন, 'এটা বিরাট কোহলি। এই ছেলেটা কাল দ্বিশতরান করার ক্ষমতা রাখে। ও এতটাই ভাল প্লেয়ার। ওর যতদিন ইচ্ছে খেলা চালিয়ে যাওয়া উচিত। ও এখন যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়, কারোর যদি সবচেয়ে ক্ষতি হয়, সেটা ভারতীয় দলের হবে।' পারথে শতরানের পর বাকি টেস্টে ব্যর্থ। পাঁচ টেস্টে মাত্র ১৯০ রান। তাসত্ত্বেও ভারতের তারকা ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার এককালীন তারকা। ক্লার্ক বলেন, 'আমি যদি অধিনায়ক হতাম, এবং বিরাট কোহলি আমার দলে থাকত, আমি ওকে দলে রাখার জন্য লড়াই করতাম। জানি ফর্মে নেই, রান পাচ্ছে না, কিন্তু তাও দলে রাখতাম।'
অস্ট্রেলিয়ায় আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে আউট হয়েছেন কোহলি। ফ্যানদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তারকা ক্রিকেটারকে। অনেকেই শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানছেন। মনে করানো হচ্ছে, সিডনিতে দ্বিশতরানের ইনিংসে কীভাবে কভার ড্রাইভ মারা এড়িয়ে যান মাস্টার ব্লাস্টার। এই বিষয়ে দুই তারকার মধ্যে পার্থক্য খুঁজে বের করলেন ক্লার্ক। বলেন, 'শচীন বিরাটের থেকে আলাদা। অনেকেই এবার শচীনের একটা ইনিংসের উদাহরণ দিচ্ছে। কভার ড্রাইভ মারতে গিয়ে বেশ কয়েকবার আউট হয় শচীন। তারপর সেই শট এড়িয়ে এসসিজিতে ২০০ রান করে। কিন্তু ওর সঙ্গে বিরাটের তুলনা করা যাবে না। ওরা ভিন্ন ধরণের প্লেয়ার।' ভারতীয় তারকার প্রতি অগাদ বিশ্বাস ক্লার্কের। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ফর্মে না থাকলেও কোহলির উপস্থিতি মাঠে বিরাট প্রভাব ফেলে। তাই যতদিন সম্ভব, খেলা চালিয়ে যাওয়া উচিত।
#Virat Kohli#Team India#Border-Gavaskar Trophy#Retirement#Michael Clarke
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...
পাচ্ছেন তেনজিং নরগে পুরস্কার, আর্থিক প্রতিবন্ধকতার হার্ডল টপকে ক্রাউড ফান্ডিংয়ে চ্যানেল জয়ের স্বপ্ন দেখছেন সায়নী...
ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...
দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...
দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...
'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...
সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...
লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...
চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...
নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...
'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...