শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ২১ : ০০Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুরে সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেলে বাংলা দলকে সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব। আর্থিক পুরস্কার হিসেবে তিন লক্ষ টাকা এবং হাতঘড়ি দেওয়া হয় দলের প্রত্যেক সদস্যকে। জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল বাংলার সন্তোষ জয়। তবে সন্তোষের নায়ক রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান উপস্থিত ছিলেন না। মহমেডানের প্র্যাকটিস চলায় দুই তারকা সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। সন্তোষ জয়ী দলের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। বুধ বিকেলে ভবানীপুর ক্লাবে চাঁদের হাট। সঞ্জয় সেন সহ বাংলা দল ছাড়াও হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভবানীপুর ক্লাবের কর্ণধার টুটু বসু, কর্তা সৃঞ্জয় বসু, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, দুই সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, মহমেডান সচিব ইশতিয়াক আহমেদ, কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, কম্পটন দত্ত, অতনু ভট্টাচার্য, দেবজিৎ ঘোষ, শিল্টন পাল প্রমুখ।

এদিনও সাফল্যের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের দেন বাংলার সন্তোষ জয়ী কোচ। সঞ্জয় সেন বলেন, 'আমি আমার কাজ সৎভাবে করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সৎভাবে কিছু করা গেলে সাফল্য পাওয়া যায়। এইসব ছেলেদের কেউ চিনত না। কিন্তু অচেনা ছেলেদের প্রতিভা আছে, সাফল্যের খিদে আছে। আমি সেটা জাগানোর চেষ্টা করেছি। এর আগে ১১টা ম্যাচ কোনও বাংলা দল খেলেছে কিনা জানা নেই। তারমধ্যে আমরা ৯টা ম্যাচ জিতেছি। কঠিন ছিল। কিন্তু করা সম্ভব হয়েছে। সবার প্রচেষ্টায় আড়াই মাস ধরে প্র্যাকটিস হয়েছে। দশমীর দিনও অনুশীলন ছিল। আমরা ভাল খেলে জিতেছি। কেরল ভাল দল। কিন্তু ছেলেরা কথা শুনেছে। সম্পূর্ণ কৃতিত্ব ওদের। তবে একাধিক সংবর্ধনায় যাতে মাথা না ঘুরে যায় সেদিকে নজর রাখতে হবে। কলকাতায় ফেরার পর ওদের জীবনে একটা পরিবর্তন আসবে জানতাম। সেটা ওদের বলেছিলাম। কিন্তু পরিবর্তন যে ২৪ ঘণ্টার মধ্যে নবান্ন থেকে হবে, সেটা জানতাম না। সাপোর্ট করার জন্য রাজ্য সরকার সর্বদা আমাদের পাশে আছে।'

অনুষ্ঠানে রাজ‌্যের ক্রীড়ামন্ত্রী জানান, এইসব ফুটবলারদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। সঠিক পরিচর্যা দরকার। উদাহরণ টানেন বিসি রায় ট্রফি চ্যাম্পিয়নদের। দাবি করেন, যতদিন না ভারতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা বাড়ছে, সার্বিকভাবে বাংলার ফুটবলের উন্নতি হবে না। আইএফএকে একটি দাবিও জানান ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, 'প্রথম হওয়া সহজ। গুরুত্বপূর্ণ হল, পরবর্তী পরিচর্যাটা। যতদিন না ভারতীয় দলে বাংলার সাতজন প্লেয়ার থাকবে, ততদিন ভারতীয় ফুটবল এগোবে না। কিন্তু সমস‌্যা হল, কলকাতা লিগে আবার এগারোজন ফুটবলারের মধ‌্যে সাতজন বাইরের প্লেয়ার খেলে। তাহলে কী করে উন্নতি হবে? আইএফএ-কে বলব, কলকাতা লিগ আপনারা যেরকম বিদেশি মুক্ত করেছেন, তেমনই কলকাতা লিগে শুধুমাত্র বাংলার প্লেয়ার খেলানোর বন্দোবস্ত করুন।' 

ভবানীপুর কর্তা সৃঞ্জয় বসু জানান, বর্তমান সন্তোষ ট্রফির দলে ভবানীপুরের চারজন ফুটবলার ছিল। দুই বছর মিলিয়ে সন্তোষে তাঁদের ক্লাবের ফুটবলারের সংখ্যা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সন্তোষ জয়ী দলকে চাকরি দেওয়ার ঘটনার সুখ্যাতি করেন ভবানীপুর কর্তা। জানান, মমতা ব্যানার্জির এই পদক্ষেপ নজিরবিহীন। এর আগেও বিভিন্ন কারণে রাজ্য সরকার পরিকাঠামো, আর্থিক পুরস্কার দিয়েছে। কিন্তু দু'দিনের মধ্যে চাকরির নিয়োগপত্র দেওয়ার ঘটনা এই প্রথম। আইএফএ সচিব অনির্বাণ দত্ত মনে করেন, এই পদক্ষেপ বাংলার ফুটবলকে বদলে দেবে। ভবিষ্যতে নিজেদের উজাড় করে দেবে ফুটবলাররা। তাঁরাও জানবে, চ্যাম্পিয়ন হলে চাকরি পাওয়া যায়। স্বীকৃতি পাওয়া‌ যায়। সঞ্জয় সেনের হাত ধরে শুরু হল বাংলায় ফুটবলের নতুন অধ্যায়। 

ছবি: অভিষেক চক্রবর্তী 


#Santosh Trophy#Bengal Football Team#Sanjay Sen#Bhawanipore Club



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...

দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...

পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...

নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...

'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...



সোশ্যাল মিডিয়া



01 25