বুধবার ০১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Car fell into the river in Murshidabad, several injured

রাজ্য | বাঁশের সাঁকো ভেঙে ব্রাহ্মণী নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি, আহত একাধিক, চলছে উদ্ধারকাজ 

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রামের হজবিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরপুর ঘাটের কাছে ব্রাহ্মণী নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে গিয়ে নদীতে পড়ে গেল একটি যাত্রী বোঝাই গাড়ি। রবিবার দুপুরের এই ঘটনায় গাড়িটির চালক-সহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে শীতের মরশুমে নদীতে জল কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে কাছে ব্রাহ্মণী নদীর দুই পাড়ে রয়েছে খড়গ্রাম থানার যাদবপুর গ্রাম এবং নবগ্রাম থানার অন্তর্গত জাফরপুর গ্রাম। বর্ষার সময় দুই গ্রামের লোকেদের যাতায়াতের অসুবিধা হয় বলে বেশ কয়েক বছর আগে যাদবপুর গ্রামের এক ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে  নদীর উপর একটি বাঁশের সাঁকো বানিয়েছিলেন।  ওই ব্যক্তি সাঁকো ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদেরকে পারাপারের অনুমতি দিতেন। গ্রামবাসীরা জানিয়েছেন, সাঁকোটি বাঁশের তৈরি হওয়ায় তার উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল। কেবলমাত্র মাত্র পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে ওই সাঁকো পারাপার হওয়া যেত।  অভিযোগ, কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে ওই বাঁশের সাঁকো দিয়ে ছোট যাত্রীবাহী গাড়ি এবং টোটো চলাচলের অনুমতি দিচ্ছিলেন। রবিবার দুপুরে নবগ্রামের দিক থেকে একটি গাড়ি সাঁকোটি ব্যবহার করে যাদবপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি যখন সাঁকোর মাঝামাঝি জায়গায় এসে পৌঁছায় সেই সময় ভার সহ্য না করতে পারে সাঁকোটি ভেঙে যায় এবং গাড়িটি নদীর জলে গিয়ে পড়ে। 

সূত্রের খবর, ঘটনার সময় গাড়িটির ভেতরে  চালক-সহ কমপক্ষে পাঁচ জন যাত্রী ছিলেন। বেশ কিছুটা উপর থেকে নীচে পড়ে যাওয়াতে গাড়ির মধ্যে থাকা সকলেই কম বেশি আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী পাঁচগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। নদী থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ। 

নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, "সাঁকোটি বেশ কিছু বছরের পুরনো এবং তার উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ। কিছু অসাধু ব্যক্তি সাঁকোর উপর দিয়ে টোটো এবং ছোট চার চাকার গাড়ি চালানোর অনুমতি দিয়েছিলেন। গাড়ির ভার সহ্য না করতে পারে সাঁকোটি ভেঙে পড়েছে। এই ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন।" তিনি বলেন, "ওই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি রয়েছে এলাকাবাসীদের। কীভাবে সেখানে সেতু নির্মাণ করা যায় তা প্রশাসন খতিয়ে দেখবে।"


#Accident#CarAccident#Murshidabad



বিশেষ খবর

নানান খবর

Happy new year #happynewyear2025 #HappyNewYear #aajkaalonline

নানান খবর

নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা, হু-হু করে নামল পারদ, শীতের ঝোড়ো ব্যাটিং কতদিন চলবে? ...

লালনের দর্শনে সম্প্রীতির ডাক

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...

ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...

বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...

নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...

স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...

ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...

নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা       ...

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক'  দুই সন্দেহভাজন...

নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...

রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...

৯৪ বছরে পদার্পণ বালি ব্রিজের, কেক কেটে বেলুন দিয়ে সাজিয়ে পালিত হল জন্মদিন...

শুভেন্দু গড়ে ভাঙন! নন্দীগ্রামে সদলবলে বিজেপি-ত্যাগ দুই নেতার...

ব্যবসার আড়ালে অন্য কারবার! পুলিশকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

বাঘিনী জিনাতকে ফাঁদে পড়ল ডোরাকাটা হায়না, রঘুনাথপুরে চাঞ্চল্য  ...

অনুপ্রবেশ রুখতে জোর দেওয়া হোক পাসপোর্ট ভেরিফিকেশনে, সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির...



সোশ্যাল মিডিয়া



12 24