শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
PB | ২৮ জুলাই ২০২২ ১৯ : ২৮Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক: করোনা অতিমারির মাঝেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস।
ইতিমধ্যেই গোটা বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখনও পর্যন্ত ১৮ হাজার মানুষ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে ভারতেও বাড়ছে উদ্বেগ। কেরলে ৩ জন এবং দিল্লিতে একজন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত। তাছাড়াও তেলেঙ্গানা এবং দিল্লিতে আরও দুইজনের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। কেরলের তিনজন রোগীই বিদেশ থেকে ফিরেছিলেন। কিন্তু দিল্লির রোগী বিদেশ সফরে যাননি। কীভাবে তিনি সংক্রমিত হলেন, তা ঘিরে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উদ্বেগজনক পরিস্থিতিতে মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে,
১. মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে।
২. রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে।
৩. মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরের ক্ষতগুলি ঢেকে রাখতে হবে।
৪. যে স্বাস্থ্যকর্মী মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন, তাঁর ২১ দিন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না, তার উপরেও নজর রাখতে হবে।
৫. স্বাস্থ্যকর্মী এবং রোগীকেও ঘন ঘন হাত ধোওয়া, স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৬. মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ত্রিস্তরীয় মাস্ক পরতে হবে।
৭. শরীরের ক্ষত সম্পূর্ণরূপে শুকিয়ে না যাওয়া পর্যন্ত এবং চামড়া ঝরে না পড়া পর্যন্ত নিভৃতবাসেই রোগীকে থাকতে হবে।