বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল তিনজনের

Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৪ ১০ : ২৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দেশী বোমা তৈরি করতে গিয়ে মৃত্যু হল তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর-খয়েরতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম সাকিরুল ইসলাম (২৮), মামুন শেখ (২৫) এবং মুস্তাকিন শেখ (২৬)। মৃত সাকিরুল এবং মামুনের বাড়ি খয়েরতলা এলাকায়। মুস্তাফিনের বাড়ির লালকূপ কলোনি এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে লাদেন শেখ নামে এক ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাকি আহতদের এখনও খোঁজ মেলেনি। বিস্ফোরণ স্থল থেকে বারুদ, সুতলি এবং অন্য কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধনীরামপুর খয়েরতলা এলাকায় সাকিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন। গতকালকে সেই বাড়িতে বসেই সাকিরুল আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে বোমা তৈরি করছিলেন। মাঝরাতের পর হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন একাধিক ব্যক্তি। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। বোমা বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে সাকিরুলের নির্মীয়মাণ বাড়ির বেশ কিছুটা অংশ। 

স্থানীয় এক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, মৃত সাকিরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিলের কারবার করতেন। সাকিরুল এই কাশির সিরাপ আরও কয়েকজনের সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশে পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি এই ব্যবসাকে কেন্দ্র করে সাকিরুলের সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের বিবাদ শুরু হয়েছে। অভিযোগ সেই গোষ্ঠীর লোকেদেরকে 'শায়েস্তা' করার জন্য নিজের নির্মীয়মাণ বাড়িতে বসে বোমা তৈরি করছিলেন সাকিরুল।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস মামলা সহ আরও বহু অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পেয়ে ওই তিন ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। পুলিশের অনুমান, এলাকা দখলে রাখার জন্য ওই ব্যক্তিরা বোমা তৈরি করছিলেন।


#murshidabad#crimenews#bombblast



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আর ড্রেনেজ ক্যানেল রোড নয়, আজ থেকে শৈলেন মান্না সরণি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ...

একের পর এক খুন, গুজরাট থেকে 'সিরিয়াল কিলার'কে এরাজ্যে নিয়ে এল পুলিশ ...

বেড়েছে স্টলের সংখ্যা, রেকর্ড গড়বে হুগলি–চুঁচুড়া বইমেলা, দাবি উদ্যোক্তাদের...

রিষড়ার একাধিক ফ্ল্যাটে ইডির হানা, চলছে ম্যারাথন তল্লাশি ...

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ! পলাতক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসক...

বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...

নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...

এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...

শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...

উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...

বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...

কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...

চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...



সোশ্যাল মিডিয়া



12 24