সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ০২ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সন্ধে নামতেই গ্রামীণ মেলাতে রমরমিয়া বসছে জুয়া-সহ অশ্লীল নাচের আসর। এমনই অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। গত কয়েকদিন ধরে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের নাককাটিতলা এবং দীঘা এলাকায় দু'টি গ্রামীণ মেলা চলছে। দুপুরের পর থেকে এই মেলাগুলো শুরু হলেও, সন্ধে নামতেই মেলাতে বসছে জুয়ার ও মহিলাদের নিয়ে অশ্লীল নাচের আসর। যা চলছে গভীর রাত পর্যন্ত।
গ্রামীণ মেলায় জুয়া খেলে দ্রুত টাকা রোজগারের আশায় বিপুল টাকা লাগিয়ে সর্বস্বান্ত হচ্ছেন গরিব মানুষেরা। সেই সঙ্গে অশ্লীল নাচের আসরে উড়ছে মুঠো মুঠো টাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘার মোড়ে মিলনমেলার আয়োজক স্থানীয় একটি ক্লাব। অন্যদিকে, নাককাটিতলাতে বিবেকানন্দ মেলার মূল উদ্যোক্তা কলিমুদ্দিন শেখ নামে স্থানীয় এক ব্যক্তি। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন , দু'টি মেলাতেই গত কয়েকদিন ধরে সন্ধের পর জুয়া ও অশ্লীল নাচের আসর বসছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, এখন গ্রামাঞ্চলে ধান কাটা এবং গোলাতে নিয়ে যাওয়ার মরশুম। অনেক শ্রমিক মাঠে ধান কেটে কিছু বাড়তি রোজগার করছেন। সন্ধে হলেই সেই টাকা নিয়ে তাঁরা মেলাতে জুয়ার আসরে পৌঁছে যাচ্ছেন। প্রথমে ছোটরা জুয়ার আসরে কম টাকার বাজি ধরছেন, আর রাত হলেই এলাকার বড়রা পৌঁছে যাচ্ছেন ওই মেলাগুলোতে লক্ষ লক্ষ টাকার লেনদেন করতে। ইতিমধ্যেই সেই জুয়ার আসরের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন)।
গোটা ঘটনাটি নিয়ে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইফুল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার এলাকায় দু'টো গ্রামীণ মেলা চলছে জানি। কিন্তু সেই মেলাতে কী হচ্ছে তা আমার জানা নেই। মেলাতে জুয়ার আসর বসছে কি না তা পুলিশ প্রশাসনই বলতে পারবে।'
সাগরদিঘি নাককাটিতলাতে বিবেকানন্দ মেলার অন্যতম উদ্যোক্তা কলিমুদ্দিন শেখ যদিও দাবি করেছেন, 'আমার মেলাতে কোনও জুয়ার আসর বসছে না। মিলন মেলাতে কী হচ্ছে আমার জানা নেই। আমার মেলায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার ছাড়াও ক্লাবের সদস্যরা থাকছেন। এর পাশাপাশি সিভিক পুলিশেরও পাহারাও রয়েছে।' জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, এই ধরণের অভিযোগ পাওয়ার পরই সব বন্ধ করে দেওয়া হয়েছে।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা