মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | জঙ্গিপুরে চালু হল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ, আজ থেকেই ভর্তি শুরু 

Sumit | ০৫ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :   দীর্ঘ টালবাহানার পর অবশেষে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নামাঙ্কিত এই বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ডাক্তারি পড়ুয়াদের ভর্তি এবং পঠন-পাঠন শুরু হয়ে যাবে বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, এই মুহূর্তে সরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মেডিক্যাল কলেজ বহরমপুর শহরে রয়েছে। কিন্তু সেই হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বেড়ে চলেছে।  

 

জাকির হোসেন বলেন," আমার স্বপ্ন রয়েছে এই মেডিক্যাল কলেজকে আগামী দিন রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। এখানে খুব কম খরচে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন।" 

 

জাকির হোসেন ঘনিষ্ঠ গৌতম ঘোষ বলেন," ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল থেকে আপাতত ৫০ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। মঙ্গলবার থেকেই ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানে ডাক্তারি পড়ুয়াদের ক্লাস শুরু হবে।" সূত্রের খবর, এই মেডিক্যাল কলেজের পরিকাঠামো এখন থেকেই ৩০০ জন এমবিবিএস ছাত্র-ছাত্রী প্রতি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন এমন ভাবে তৈরী করা হচ্ছে। 

 

গৌতম ঘোষ আরও বলেন , "এই মেডিক্যাল কলেজের জন্য জঙ্গিপুরের মিঞাপুর এবং প্রসাদপুরের দু'টি বড় ভবন নির্মাণ করা হচ্ছে। আপাতত মিঞাপুরের ভবনে পঠন-পাঠন শুরু হবে। সেখানেই রয়েছে ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল।" ডাক্তারি পড়ুয়াদের পঠন-পাঠন দেওয়ার জন্য ইতিমধ্যেই শিক্ষক-চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। 

 

সূত্রের খবর- এই বেসরকারি মেডিক্যাল কলেজে তৈরির জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রায় এক বছর আগে অনুমোদন মিললেও দীর্ঘদিন ধরে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন মিলছিল না।সোমবার রাতে কেন্দ্রীয় সংস্থার অনুমোদন চলে আসায় মঙ্গলবার সকাল থেকে খুশির হওয়া জঙ্গিপুর জুড়ে। মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার খুশিতে আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা জাকির হোসেনকে সংবর্ধনা জানান। 

 

গৌতম ঘোষ ," জঙ্গিপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও সেখানে এখনও সব ধরনের চিকিৎসা পরিষেবা মেলে না। হার্ট, স্নায়ু সহ আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসার জন্য এখানকার বহু মানুষকে নিয়মিত কলকাতায় যেতে হয়। আমরা আশাবাদী মেডিক্যাল কলেজ চালু হয়ে যাওয়ার পর আর এখানকার মানুষদেরকে চিকিৎসার প্রয়োজনে কলকাতা যেতে হবে না। এই মেডিক্যাল কলেজ চালু হওয়ার ফলে শুধু মুর্শিদাবাদ নয় পার্শ্ববর্তী জেলা বীরভূম, পাশের রাজ্য ঝাড়খন্ড, বিহার থেকেও প্রচুর মানুষ জঙ্গিপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসবেন।"


#Jangipur Private Medical College#Murshidabad Medical Admissions#Zakir Hossain Medical Initiative



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ডায়েরিয়ায় মৃত্যু ২ জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, গ্রামে বসল মেডিক্যাল ক্যাম্প ...

জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ, বৈঠক তৃণমূল নেতৃত্বের সঙ্গে, জন বার্লাকে নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপিতে ...

রাস্তা থেকে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পথচলতি মানুষের তৎপরতায় রক্ষা...

পাশাপাশি বাবা-মেয়ের ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশায় পুলিশ  ...

‘মদ খাব, ৮০০ টাকা দাও’, দিদি রাজি না হতেই বাড়ি জ্বালিয়ে দিল ভাই!...

বিজেপির সদস্য হলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, দলীয় সভায় বললেন সুকান্ত ...

ধান ঝাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট কৃষক! পূর্ব বর্ধমানে কৃষকের মর্মান্তিক মৃত্যু...

বাড়িতে মোবাইল টাওয়ার বসালে কোটি টাকা, রাতারাতি বড়লোক হতে গিয়ে এ কী হল কৃষক পরিবারের!...

বাড়ি ফাঁকা রেখে গিয়েছিলেন কালীপুজোর আলো দেখতে, সেই সময় যা ঘটল, ফিরে চোখে অন্ধকার দেখল পরিবার...

এক কোপে মুণ্ডচ্ছেদ, কাটা হাত, পা-ও! কালীপুজোর সময়ে দিঘার কাছে ঘটে গেল কী ঘটনা, তাজ্জব পুলিশ...

প্রাইভেট টিউশন থেকে ফিরছিল, রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ...

'খাবার খাওয়াব আয়', রান্নাঘরে ডেকেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী ...

ভাইফোঁটা দিতে যাওয়ার পথে ধর্ষণের চেষ্টা বৃদ্ধাকে, পুলিশের জালে দুই ...

নিজের ভাই নেই তো কী হয়েছে, সাফাই কর্মীদের ভাইফোঁটা দিয়ে নজির গড়লেন দিদি...

'ডিজিটাল ম্যাপিং' করে গ্রেপ্তার অভিযুক্ত, নাবালিকা খুনের ঘটনার মাত্র ২১ দিনের মাথায় চার্জশিট পুলিশের ...



সোশ্যাল মিডিয়া



11 24