বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রঘুনাথগঞ্জে উদ্ধার এক ব্যক্তির অর্ধ-উলঙ্গ দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

Sumit | ০২ নভেম্বর ২০২৪ ১৩ : ৪০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : এক ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর এলাকায়। আজ সকালে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের কাছে নিউমার্কেট এলাকায় একটি গলির ভেতর থেকে ওই ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নাসিম শেখ (৪০)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"দেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।" 

 

মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগেও হকারির কাজ করতেন নাসিম শেখ। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে সেই কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি তৈরির কাজ করতেন নাসিম। সূত্রের খবর, ওই ব্যক্তি বিবাহিত হলেও তার 'যৌনবিকৃতির' কারণে বেশ কয়েক বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে নাসিম বাড়িতে মায়ের সঙ্গে একাই থাকতেন। 

 

মৃত ওই ব্যক্তির এক আত্মীয় ওসমান আলি বলেন," শুক্রবার রাত সাতটা নাগাদ বাজার করতে যাবার জন্য নাসিম বাড়ি থেকে বার হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি।  সারারাত বিভিন্ন জায়গায় নাসিমের সন্ধানে আমরা তল্লাশি করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১ টা নাগাদ আমরা জানতে পারি নাসিমের দেহ নিউ মার্কেটের পাশে একটি গলিতে পড়ে রয়েছে।" 

 

তিনি আরও বলেন," আমরা যখন দেহটি দেখতে পাই তখন নাসিমের গায়ে একটি ফুল শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। যদিও লুঙ্গিটি দেহের উপরের অংশ পর্যন্ত তোলা ছিল। এর পাশাপাশি নাসিমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও নাসিমের কোনও শত্রু ছিল বলে আমার জানা নেই।" 

 

অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন -প্রাথমিক তদন্তে তাদেরও অনুমান ঐ ব্যক্তিকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই যুবক সমকামী ছিলেন। পুলিশের অনুমান কারও সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভবত ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে মৃত ওই ব্যক্তির যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তদন্তকারীদের অনুমান কোনও পুরোনো আক্রোশের কারণে খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।


#Body found in murshidabad#Unkhown body found



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...

বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...

কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...

চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...

ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায়  ...

হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...

ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...

নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ  ...

‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...

রেলের আন্ডারপাস তৈরির সময় আচমকাই নামল ধস, মাটি চাপা পড়ে মৃত এক শ্রমিক...

অশান্ত বাংলাদেশ, সতর্কতা মালদহে, সন্দেহভাজন কাউকে দেখলেই খবর দেওয়ার পরামর্শ পুলিশের...

মিড ডে মিলের কাজে ব্যস্ত শিক্ষক, স্কুলের পরীক্ষায় পাহাড়া দিচ্ছেন রাঁধুনি! ...

বইয়ের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য পদযাত্রা চুঁচুড়ায়, সামিল বহু সাধারণ মানুষ...

দক্ষিণবঙ্গ জুড়ে শুরু নবান্ন উৎসব, সর্বমঙ্গলা মন্দিরে সাদা ভাতের সঙ্গে দেবীর ভোগে একাধিক পদ ...



সোশ্যাল মিডিয়া



11 24