বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ অক্টোবর ২০২৪ ১৬ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বনগাঁর পেট্রাপোল সীমান্তে অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয় ও নতুন প্রবেশদ্বার মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ওই উদ্বোধন কর্মসূচিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ স্থানীয় বিধায়করা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে পেট্রাপোল স্থল বন্দরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে তিনি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন। তারপর তিনি গোটা প্রতীক্ষালয়টি ঘুরে দেখেন। দ্বিতীয় কর্মসূচিতে অমিত শাহ (Amit Shah) মৈত্রী গেটের উদ্বোধন করেন। মৈত্রী গেটের উদ্বোধন শেষে পেট্রাপোল বন্দরে অস্থায়ী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। ১৮ মিনিটের বক্তব্যে তিনি পেট্রাপোলের নবনির্মিত প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীরা যে সমস্ত অত্যাধুনিক সুবিধা পাবেন, সব কথা তিনি উল্লেখ করেন। মৈত্রী গেট উদ্বোধন হওয়ায় দু'দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলেও তিনি জানিয়েছেন। আগামী দিনে পেট্রাপোল বন্দরের আরও উন্নয়ন হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর দেশের অন্যতম বাণিজ্যিক বন্দর হিসেবে স্বীকৃত। ভারত-বাংলাদেশ দু'দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বেশিরভাগটা পেট্রাপোল (petrapol) বন্দরের ওপর দিয়েই হয়ে থাকে। প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দু'দেশের মধ্যে যাতায়াত করে। সঙ্গে রয়েছে যাত্রী পারাপারও। অতীতে কেন্দ্রীয় সরকার পেট্রাপোল বন্দরকে আরও বেশি আধুনিক মানের গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তারই একটি ধাপ হিসেবে রবিবার পেট্রাপোল স্থল বন্দরে নতুন প্রবেশদ্বার মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যাত্রী প্রতীক্ষালয়েরও তিনি উদ্বোধন করেছেন। নতুন যাত্রী প্রতীক্ষালয়টি শীতাতপ নিয়ন্ত্রিত। এতদিন পর্যন্ত যাত্রীদের খোলা আকাশের নীচে রোদের মধ্যে অপেক্ষা করতে হত। এবার তাঁরা সুসজ্জিত প্রতীক্ষালয় পারাপারের জন্য অপেক্ষা করবেন।
নানান খবর
নানান খবর

মুর্শিদাবাদে তদন্ত শুরু করল সিট, গ্রেপ্তারি বেড়ে ২৭৪

কঠিন এনডিএ পরীক্ষায় প্রথম স্থান, বোলপুরের ইমনের কৃতিত্বে গর্বিত বাংলা

‘আপাতত স্বস্তি’, চাকরিহারা শিক্ষকদের নিয়ে সুপ্রিম-নির্দেশের পর মুখ খুললেন মমতা

আন্দোলনে ধাক্কা খেয়েছে 'বিড়ি শিল্প', ক্ষতির মুখে শ্রমিকরা

চাকরিহারাদের সাময়িক স্বস্তি, অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা কাজে যেতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই