রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পেট্রাপোল সীমান্তে মৈত্রী গেট ও যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করলেন অমিত শাহ

Sumit | ২৭ অক্টোবর ২০২৪ ১৬ : ২১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : বনগাঁর পেট্রাপোল সীমান্তে অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয় ও নতুন প্রবেশদ্বার মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ওই উদ্বোধন কর্মসূচিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ স্থানীয় বিধায়করা উপস্থিত ছিলেন।

 

এদিন দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে পেট্রাপোল স্থল বন্দরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে তিনি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন। তারপর তিনি গোটা প্রতীক্ষালয়টি ঘুরে দেখেন। দ্বিতীয় কর্মসূচিতে অমিত শাহ (Amit Shah) মৈত্রী গেটের উদ্বোধন করেন। মৈত্রী গেটের উদ্বোধন শেষে পেট্রাপোল বন্দরে অস্থায়ী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। ১৮ মিনিটের বক্তব্যে তিনি পেট্রাপোলের নবনির্মিত প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীরা যে সমস্ত অত্যাধুনিক সুবিধা পাবেন, সব কথা তিনি উল্লেখ করেন। মৈত্রী গেট উদ্বোধন হওয়ায় দু'দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলেও তিনি জানিয়েছেন। আগামী দিনে পেট্রাপোল বন্দরের আরও উন্নয়ন হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর দেশের অন্যতম বাণিজ্যিক বন্দর হিসেবে স্বীকৃত। ভারত-বাংলাদেশ দু'দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বেশিরভাগটা পেট্রাপোল (petrapol) বন্দরের ওপর দিয়েই হয়ে থাকে। প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দু'দেশের মধ্যে যাতায়াত করে। সঙ্গে রয়েছে যাত্রী পারাপারও। অতীতে কেন্দ্রীয় সরকার পেট্রাপোল বন্দরকে আরও বেশি আধুনিক মানের গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তারই একটি ধাপ হিসেবে রবিবার পেট্রাপোল স্থল বন্দরে নতুন প্রবেশদ্বার মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যাত্রী প্রতীক্ষালয়েরও তিনি উদ্বোধন করেছেন। নতুন যাত্রী প্রতীক্ষালয়টি শীতাতপ নিয়ন্ত্রিত। এতদিন পর্যন্ত যাত্রীদের খোলা আকাশের নীচে রোদের মধ্যে অপেক্ষা করতে হত। এবার তাঁরা সুসজ্জিত প্রতীক্ষালয় পারাপারের জন্য অপেক্ষা করবেন।


#Amit shah#Moitree Gate#Petrapol



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মৃত স্বামীকে প্রাণে বাঁচিয়েছিলেন বেহুলা, আজও এই গ্রামে হয় বেহুলা-লখিন্দরের বিয়ে ...

বেহাল রাস্তা, খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, ভাইরাল ছবি...

জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ...

ওয়েব সিরিজ নয় বাস্তব, প্রেমের ফাঁদে ফেলে অন্য রাজ্যের নিষিদ্ধ পল্লীতে বিক্রি!...

১৬ ঘন্টা পর ইস্পাত আধিকারিকের দেহ উদ্ধার কারখানার লিফটের নিচে, চাঞ্চল্য এলাকায় ...

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24