বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পুলিশের, জঙ্গিপুরে চালু হল 'গ্রিন সাইকেল টিম'

Pallabi Ghosh | ২৩ অক্টোবর ২০২৪ ১৭ : ৩৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নারী সুরক্ষার জন্য এবার বিশেষ পদক্ষেপ করল জঙ্গিপুর পুলিশ জেলা। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার জন্য একসাথে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল টিম'। 

 

রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে মহিলাদের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি 'উইনার্স বাহিনী' মোটরসাইকেল নিয়ে শহরে টহল দেওয়া শুরু করেছে। 

 

তবে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আজ থেকে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং মহিলা পুলিশ বাহিনীর 'গ্রিন সাইকেল টিম'।আপাতত পুলিশ জেলার ২০ জন মহিলা সদস্য সাইকেলে করে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত গলি এবং এলাকাগুলোতে টহলদারি এবং নজরদারি করবেন। 

 

জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় আজ 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল বাহিনী'র পথচলা পতাকা নেড়ে শুরু করেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। 

 

পুলিশ সুপার আনন্দ রায় বলেন, 'শহরাঞ্চলে যেখানে বাসে এবং ট্রেনে করে মহিলারা বেশি যাতায়াত করেন এবং হাসপাতাল ও সাধারণ মানুষের ভিড় হয় এমন এলাকাগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল।' 

 

তিনি বলেন, সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পুরসভা এলাকার প্রত্যন্ত গলিগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষা প্রদান করা যায় এবং পুলিশ বাহিনীর দ্রুত গলির ভেতরে ঢুকতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এখন থেকে উইনার্স বাহিনী মোটরসাইকেল ছাড়াও গ্রিন সাইকেলে করে টহলদারি চালাবে। গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরের অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে। 

 

পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষ বিপদে পড়লে যেকোনও সময় ১০০ নাম্বার ডায়াল করে পুলিশের সাহায্য চাইতে পারেন। এর পাশাপাশি রাস্তাতে পুলিশের আরেকটি গাড়ি এবং 'পিঙ্ক মোবাইল ভ্যান' থাকবে। যাতে মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারেন। 


#Murshidabad# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

ট্যাবের টাকার পরে হাওয়া হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকাও, সতর্ক করে জেলায়-জেলায় চিঠি রাজ্য প্রশাসনের...

আগে নিজের প্রয়োজন মিটবে, তারপর আলু-পেঁয়াজ রপ্তানি, মূল্যবৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ মমতার...

জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা ...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



10 24