বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পুলিশের, জঙ্গিপুরে চালু হল 'গ্রিন সাইকেল টিম'

Pallabi Ghosh | ২৩ অক্টোবর ২০২৪ ১৭ : ৩৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নারী সুরক্ষার জন্য এবার বিশেষ পদক্ষেপ করল জঙ্গিপুর পুলিশ জেলা। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার জন্য একসাথে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল টিম'। 

 

রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে মহিলাদের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি 'উইনার্স বাহিনী' মোটরসাইকেল নিয়ে শহরে টহল দেওয়া শুরু করেছে। 

 

তবে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আজ থেকে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং মহিলা পুলিশ বাহিনীর 'গ্রিন সাইকেল টিম'।আপাতত পুলিশ জেলার ২০ জন মহিলা সদস্য সাইকেলে করে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত গলি এবং এলাকাগুলোতে টহলদারি এবং নজরদারি করবেন। 

 

জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় আজ 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল বাহিনী'র পথচলা পতাকা নেড়ে শুরু করেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। 

 

পুলিশ সুপার আনন্দ রায় বলেন, 'শহরাঞ্চলে যেখানে বাসে এবং ট্রেনে করে মহিলারা বেশি যাতায়াত করেন এবং হাসপাতাল ও সাধারণ মানুষের ভিড় হয় এমন এলাকাগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল।' 

 

তিনি বলেন, সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পুরসভা এলাকার প্রত্যন্ত গলিগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষা প্রদান করা যায় এবং পুলিশ বাহিনীর দ্রুত গলির ভেতরে ঢুকতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এখন থেকে উইনার্স বাহিনী মোটরসাইকেল ছাড়াও গ্রিন সাইকেলে করে টহলদারি চালাবে। গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরের অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে। 

 

পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষ বিপদে পড়লে যেকোনও সময় ১০০ নাম্বার ডায়াল করে পুলিশের সাহায্য চাইতে পারেন। এর পাশাপাশি রাস্তাতে পুলিশের আরেকটি গাড়ি এবং 'পিঙ্ক মোবাইল ভ্যান' থাকবে। যাতে মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারেন। 


#Murshidabad# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

হুগলীর ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ার শান্তিপুরে, তিন দিন ধরে ছিলেন নিখোঁজ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



10 24