সোমবার ২১ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?

দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ২০ : ১১Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলামের সাথে ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হকের যে ঠান্ডা লড়াই চলছিল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে কেন্দ্র করে রবিবার তা প্রকাশ্যে চলে এলো। আজ বিকেলে ফারাক্কা নুরুল হাসান কলেজে বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিধানসভা এলাকার সমস্ত বুথ স্তরের কর্মী এবং প্রতিনিধিদেরকে নিয়ে বিজয়া সম্মেলনী ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল বিধায়ক নাম না করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি মইনুল হককে তীব্র ভাষায় আক্রমণ করেন ফারাক্কাতে সমান্তরালভাবে তৃণমূল দল পরিচালনা করার জন্য। সম্প্রীতি সভা থেকে বিধায়ক দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন দল বিরোধী কাজ যারা করছে তাদের নজরে রাখা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে তারা যদি শুধরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ফারাক্কা বিধানসভা থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন মইনুল হক। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং রাজ্য সহ সভাপতির পদ পান। তবে সম্প্রতি ফরাক্কা ব্লকে বিধায়ককে এড়িয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন মইনুল হক। এমনকি গতকাল বিধায়ককের 'অনুমতি' না নিয়ে ফারাক্কা ব্যারেজে দুর্গা পুজোকমিটিদেরকে নিয়ে একটি তিনি একটি বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

 

 

আজকের সম্প্রীতি সভাতে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, 'ইতিমধ্যে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে ফারাক্কাতে দু'জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ২-৪ জনকে নজরে রাখা হয়েছে। ব্লক সভাপতিকে বলব দল বিরোধী কাজের সাথে যারা যুক্ত রয়েছে দ্রুত তাদের হাতে চিঠি ধরানোর জন্য। তাদের উত্তর সন্তোষজনক না হলে দল থেকে কড়া পদক্ষেপ করা হবে।'

 

 

দলের রাজ্য সহ সভাপতি মইনুল হকের নাম না করে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য দেখছে আমি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি কী করছি। আর 'তুমি' কি করছ সেটাও রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক। দলের শৃঙ্খলা রক্ষা করতে আমি বদ্ধপরিকর। কিন্তু কিছু লোক নিজের স্বার্থরক্ষার জন্য দল করছে।'

 

 

মইনুল হককে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক বলেন, 'তুমি মাতব্বরি করছো, এমএলএ-কে গালিগালাজ করছ। তোমার যদি আমাকে মানতে অসুবিধা হয় দল থেকে বেরিয়ে যাও। এখানে 'উপদল' তৈরি করতে দেব না। ফারাক্কা মাঙ্গোগে তো চির দেঙ্গে।'

 

 

আজকের বিজয়া সম্মিলনীতে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য নেতৃত্ব আমাকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্লককে সাজাতে বলেছে। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। যারা বেলাইনে আছো শুধরে যাও।'

 

 

অন্যদিকে আজ মনিরুল ইসলামের বিজয়া সম্মিলনীতে ফারাক্কা ব্লকের বেশিরভাগ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান।


#Murshidabad tmc#Tmc election campaign#তৃণমূলের ভোট প্রচার



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, ফুঁসছে সমুদ্র, আজ থেকেই জারি সতর্কতা...

ঘূর্ণিঝড় ডানা-র গতি হতে পারে অবিশ্বাস্য! আবহাওয়া দপ্তরের কথা চমকে দেবে, কোথায় আছড়ে পড়বে ঝড়?...

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে ...

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয় নিশ্চিত করতে বানারহাটের পিছিয়ে থাকা এলাকায় ভোট প্রচার শুরু তৃণমূলের...

ফের ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল পাণ্ডবেশ্বর এলাকায়, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ...

নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু একই পরিবারের তিন কিশোরের ...

পেঁদিয়ে বের করে দেওয়া হবে, দলের 'গ্রুপবাজ' নেতা-কর্মীদের সতর্ক করলেন বিধায়ক ...

নর্দমায় কিছু নড়ছে, কাছে যেতেই বোঝা গেল চিতাবাঘের বাচ্চা, চাঞ্চল্য এলাকায়...

হাড়োয়ায় কে হচ্ছেন তৃণমূলের প্রার্থী? পছন্দের তালিকায় রয়েছে এই নাম...

থানা ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস...

ফের বিশ্বমঞ্চে সম্মানিত বাংলা, বিশেষ পুরস্কার সুন্দরবনের দুগ্ধ সমবায় সংস্থাকে...

হকার উচ্ছেদ কর্মসূচিতে বাধা, পুলিশ-হকার বিক্ষোভ উত্তাল চন্দননগর...

ইয়ার্কির চরম শাস্তি পাঁচ বছরের শিশুকে, হাত-পা বেঁধে ছোড়া হল ভয়ঙ্কর পিঁপড়ার চাকে ...

জ্বর হয়েছে, ওষুধ এনে দাও, একথা বলার অপরাধে স্ত্রীয়ের কান কাটল স্বামী ...

চলন্ত টোটোতে তরুণীদের উত্যক্ত করার অভিযোগ, বহরমপুরে পুলিশের হাতে আটক যুবক...

বিরাট বড় এলইডি স্ক্রিন, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, বদলে গেল রাজ্যের অন্যতম ব্যস্ত এই হাসপাতালের চেহারা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24