বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?

দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ২০ : ১১Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলামের সাথে ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হকের যে ঠান্ডা লড়াই চলছিল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে কেন্দ্র করে রবিবার তা প্রকাশ্যে চলে এলো। আজ বিকেলে ফারাক্কা নুরুল হাসান কলেজে বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিধানসভা এলাকার সমস্ত বুথ স্তরের কর্মী এবং প্রতিনিধিদেরকে নিয়ে বিজয়া সম্মেলনী ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল বিধায়ক নাম না করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি মইনুল হককে তীব্র ভাষায় আক্রমণ করেন ফারাক্কাতে সমান্তরালভাবে তৃণমূল দল পরিচালনা করার জন্য। সম্প্রীতি সভা থেকে বিধায়ক দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন দল বিরোধী কাজ যারা করছে তাদের নজরে রাখা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে তারা যদি শুধরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ফারাক্কা বিধানসভা থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন মইনুল হক। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং রাজ্য সহ সভাপতির পদ পান। তবে সম্প্রতি ফরাক্কা ব্লকে বিধায়ককে এড়িয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন মইনুল হক। এমনকি গতকাল বিধায়ককের 'অনুমতি' না নিয়ে ফারাক্কা ব্যারেজে দুর্গা পুজোকমিটিদেরকে নিয়ে একটি তিনি একটি বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

 

 

আজকের সম্প্রীতি সভাতে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, 'ইতিমধ্যে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে ফারাক্কাতে দু'জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ২-৪ জনকে নজরে রাখা হয়েছে। ব্লক সভাপতিকে বলব দল বিরোধী কাজের সাথে যারা যুক্ত রয়েছে দ্রুত তাদের হাতে চিঠি ধরানোর জন্য। তাদের উত্তর সন্তোষজনক না হলে দল থেকে কড়া পদক্ষেপ করা হবে।'

 

 

দলের রাজ্য সহ সভাপতি মইনুল হকের নাম না করে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য দেখছে আমি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি কী করছি। আর 'তুমি' কি করছ সেটাও রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক। দলের শৃঙ্খলা রক্ষা করতে আমি বদ্ধপরিকর। কিন্তু কিছু লোক নিজের স্বার্থরক্ষার জন্য দল করছে।'

 

 

মইনুল হককে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক বলেন, 'তুমি মাতব্বরি করছো, এমএলএ-কে গালিগালাজ করছ। তোমার যদি আমাকে মানতে অসুবিধা হয় দল থেকে বেরিয়ে যাও। এখানে 'উপদল' তৈরি করতে দেব না। ফারাক্কা মাঙ্গোগে তো চির দেঙ্গে।'

 

 

আজকের বিজয়া সম্মিলনীতে মনিরুল ইসলাম বলেন, 'রাজ্য নেতৃত্ব আমাকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্লককে সাজাতে বলেছে। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। যারা বেলাইনে আছো শুধরে যাও।'

 

 

অন্যদিকে আজ মনিরুল ইসলামের বিজয়া সম্মিলনীতে ফারাক্কা ব্লকের বেশিরভাগ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আজ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান।


#Murshidabad tmc#Tmc election campaign#তৃণমূলের ভোট প্রচার



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে ...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



10 24