বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | বাবা-মা ভালোবাসে না, বালকের মুখে একথা শুনে বাড়ি নিয়ে এলেন দম্পতি, শেষে পরিচয় জেনে চমকে উঠলেন

দেবস্মিতা | ১৫ অক্টোবর ২০২৪ ১৯ : ৫৪Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে আলাপ। সমুদ্র সৈকতে জাগে স্নেহ। জড়িয়ে পড়েন মায়ার বাঁধনে। তাই পরিচয় না জানা দশ বছরের এক বালককে নিজের বাড়ি নিয়ে এলেন পূর্ব বর্ধমানের ভাতার থানার শিকারপুর গ্রামের দম্পতি। শেষপর্যন্ত পরিচয় জানার পর তার বাবা-মা'র হাতে তাকে তুলে দেন তাঁরা। 

 

 

জানা গিয়েছে, গত সপ্তাহে কাণ্ডারি এক্সপ্রেস চেপে দিঘায় যাচ্ছিলেন শিকারপুরের বাসিন্দা মহম্মদ আনারুল হক ও তাঁর স্ত্রী-পুত্র। যাওয়ার পথে ট্রেনে দেখা হয় দশ বছরের এই বালকের সঙ্গে। ছেলেটি একা একাই ট্রেনে ঘুরছিল। ওই দম্পতির সে পিছু ছাড়তে চায়নি। এরপর দিঘায় প্রতিদিন সৈকতে দেখা হত ওই ছেলেটির সঙ্গে। যে ছ'দিন তাঁরা দিঘায় ছিলেন প্রায় প্রতিদিনই ওই ছেলেটি তাঁদের সঙ্গে দেখা করতে আসত। পরিচয় জানতে চাইলে সে বলে দিঘায় বাড়ি। বাবা-মা ভিক্ষা করে। ছেলেটিকে সৈকতে নিয়মিত খাবার কিনে দিতেন আনারুল। মাঝে মাঝে কিছু টাকাও হাতে গুঁজে দিতেন। 

 

 

সমস্যা তৈরি হয় আনারুল যখন বাড়ি ফিরছিলেন। ছেলেটি পিছু ছাড়েনি। যে ট্রেনে তাঁরা ফিরেছিলেন সেই ট্রেনেই তাঁদের পিছু পিছু উঠে পড়ে। বাধ্য হয়ে নিজের বাড়িতে তাকে নিয়ে আসেন আনারুল। ছেলেটির সঙ্গে কথা বললে সে জানায়, তার মা তাকে ভালোবাসে না। সৎ বাবাও ভালোবাসে না। তাই বাড়ি থেকে সে পালিয়ে যায়। 

 

 

শেষপর্যন্ত ওই বালকের থেকে অতিকষ্টে তার বাড়ির ফোন নম্বর নিয়ে বাড়িতে ফোন করেন আনারুল। খবর পেয়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা তার বাবা-মা এসে ছেলেটিকে নিয়ে যেতে চাইলে সে যেতে রাজি হয়নি। জানায় সে আনারুলের সঙ্গেই থাকতে চায়। কিন্তু শেষপর্যন্ত তাকে তার বাবা-মা'র হাতে তুলে দেওয়া হয়। কাঁদতে কাঁদতে নিজের বাবা-মা'র সঙ্গে রওনা দেয় ওই বালক। পেছনে আনারুল-সহ তাঁর পরিবার ও গোটা গ্রামের সকলের চোখেই জল।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...

দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...

ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...



সোশ্যাল মিডিয়া



10 24