বুধবার ১৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর অনুমতির নামে চাঁদা, চাপে পড়ে টাকা ফেরানোর সিদ্ধান্ত

Kaushik Roy | ১২ অক্টোবর ২০২৪ ১৭ : ৫১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অনুমতি দেওয়ার সময় বারাসত পুরসভা ৫০০ টাকার একটি করে রশিদ ধরিয়ে দিয়েছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে ওই টাকা নেওয়া হয়‌। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই পুরসভা ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর পুজো উদ্যোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হবে। যদিও পুরসভা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য,‌ ওই টাকা নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরাই টাকা ফেরত দেবে। 

 

জানা গিয়েছে, চলতি বছর বারাসতের তিনশোর বেশি সর্বজনীন পুজো কমিটি সরকারি অনুদানের জন্য ল্যান্ড পারমিশন করতে পুরসভায় গিয়েছিল। অভিযোগ, তখন তাদের হাতে বারাসত মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ ধরিয়ে টাকা নেওয়া হয়। সরকারি অনুদান আটকে যেতে পারে এই আশঙ্কা থেকে পুজো উদ্যোক্তারা তখন বিশেষ উচ্চবাচ্য করেননি। রাজ্য সরকারের ঘোষিত ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রায় সব ক্লাবই পেয়ে গিয়েছে। তারপর থেকে পুরসভার নেওয়া ওই ৫০০ টাকা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।

 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বড়-ছোট মিলিয়ে এবার ৩২৪টি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে। সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব পুজো কমিটিকে পুলিশ, বিদ্যুৎ, দমকল ও মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি ল্যান্ড পারমিশনের জন্য পুরসভা থেকে আলাদা অনুমতি নিতে হয়। অভিযোগ, বারাসত পুরসভায় ল্যান্ড পারমিশন নেওয়ার সময় লাইসেন্স বিভাগ থেকে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হয়।

 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উৎসাহ দিতে সরকারিভাবে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকার অনুদান দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেই সময় বারাসত পুরসভার বাড়তি পাঁচশো টাকা নেওয়া নিয়ে বিভিন্ন‌ মহলে প্রশ্ন উঠেছে। কয়েকটি ক্লাব পুজোর সময় ওই টাকার রসিদ-সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছে। কয়েকটি ক্লাব টাকা ফেরতের দাবিও তোলে। অবশেষে বারাসত পুর কর্তৃপক্ষের নির্দেশে স্পোর্টস অ্যাসোসিয়েশন তড়িঘড়ি সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

সংস্থার সাধারণ সম্পাদক প্রলয়কুমার বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমরা কার্যকরী কমিটির বৈঠক ডাকি। ওই বৈঠকে সমস্ত পুজো কমিটিকে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে ওয়ার্ডভিত্তিক পুজো কমিটির পদাধিকারীদের ফোন নম্বর নেই। তাই, বারাসত পুরসভার মধ্যস্থতায় আগামী ১৮ অক্টোবর সংস্থার হরিতলার অফিস থেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়া হবে।' 

 

বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেছেন, 'বারাসত পুরসভা কোনও টাকা নেয়নি। স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি চাঁদা তুলে থাকে, তাহলে সেই টাকা ফেরত দেবে। বিষয়টির সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। পুজোর অনুদানের কোনও বিষয়ও নয়।'




বিশেষ খবর

নানান খবর

দূর হোক অনটন, দূর হোক ক্লেশ, ঘরে আসুক লক্ষ্মী, দুর্দিন হোক শেষ! কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা #LakshmiPuja #SharadPurnima #KojagariPurnima #MaaLakshmi #LakshmiMata #HappyLakshmiPuja

নানান খবর

অভিযোগ ছিনতাই-শ্লীলতাহানির, স্বরূপনগরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ...

রোগী মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ...

নদীর চর থেকে উদ্ধার তরুণীর দেহ, লক্ষ্মীপুজোর দিন তীব্র চাঞ্চল্য পুরুলিয়ায়...

টেনে হিঁচড়ে নিয়ে গেল ঘাতক লরি, ক্ষিপ্ত জনতা রাস্তায় জ্বালিয়ে দিল গাড়ি ...

ভূতের আতঙ্কে বাড়িছাড়া গোটা গ্রাম, শুধু লক্ষ্মীপুজোর দিন বাসিন্দারা ফিরে আসেন...

বাবা-মা ভালোবাসে না, বালকের মুখে একথা শুনে বাড়ি নিয়ে এলেন দম্পতি, শেষে পরিচয় জেনে চমকে উঠলেন...

ফরাক্কার নাবালিকা খুনে অভিযুক্তের পুলিশি হেফাজত, নাবালিকার ময়নাতদন্ত শেষ...

লক্ষ্মীপুজোয় দুর্যোগের ঘনঘটা, একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে? ...

সক্রিয় মাদক পাচারকারীরা, সক্রিয় পুলিশ, মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ...

সামান্য টাকা দিলেই মিলছে দামী গাছ কাটার অনুমতি, তদন্তর নির্দেশ ডিএফও-র, ক্ষুব্ধ বনমন্ত্রীও...

মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার...

অক্ষত এটিএম, গায়েব ৯ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?‌

ডুবন্ত অবস্থায় শিশুকে উদ্ধার করেও তলিয়ে গেলেন যুবক, শোকের ছায়া হুগলিতে...

ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত পাঁচ...

পুজোর চারদিনে শুধু শিয়ালদা ডিভিশনে কত টিকিট বিক্রি করল পূর্ব রেল? হিসেব শুনলে চমকে উঠবেন...



সোশ্যাল মিডিয়া



10 24