রবিবার ০৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রসগোল্লায় দেবী দুর্গা, পোস্তদানায় জাতীয় পতাকার ছবি এঁকে গিনেস ছোঁয়ার স্বপ্ন বাসুর

Riya Patra | ০৬ অক্টোবর ২০২৪ ১৭ : ১৩Riya Patra


বাপি মণ্ডল,অশোকনগর: ছবি আঁকার প্রথাগত প্রশিক্ষণ তিনি পাননি। হা-ঘরের অবহেলিত ছেলেকে কোনও বড় শিল্পী কখনও তালিম দিতেও চাননি। তবু রং-তুলিই তাঁর জীবনের একমাত্র সহচরী। অনুচিত্র অঙ্কনই তাঁর স্বপ্ন ও সাধনা। তুলির জাদুতে ইতিমধ্যে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। দেবীপক্ষে এবার রসগোল্লার ওপর দশভুজার ছবি এঁকে শিল্পী বাসু সবার নজর কেড়েছেন। 

বাসুর পোশাকি নাম বাসুদেব পাল। ‌ঠিকানা, উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া ঘোষপাড়া। বয়স ৫০ ছুঁই ছুঁই। দু'কামরার ছোট্ট ঘরে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর ঘরকন্না ও দিনযাপন। বাবা ছিলেন পেশায় কুমোর। মাটির হাঁড়ি-খুড়ি গড়তেন। বাবার পাশে বসে একরত্তি বাসুদেবের মনে কখন যে শিল্পী হওয়ার বাসনা জেগে উঠেছিল, তা কেউ জানেন না। ছেলেবেলায় পাঠশালায় পড়ার সময় অঙ্কের খাতায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি এঁকেছিলেন। তার জন্য শিক্ষকের কাছে তাঁকে বিস্তর ভর্ৎসনা শুনতে হয়েছিল। সেদিন থেকে তিনি আর কখনও কাগজের ওপর ছবি আঁকেননি। 

 

ছবি আঁকার জন্য বিকল্প অবলম্বন বেছে নিয়েছিলেন। ২০০০ সালে মটর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি এঁকে তিনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। তারপর থেকে একে একে চুলের ওপর ইংরেজি অক্ষরে ইন্ডিয়া লিখেছেন। দেশলাইয়ের একটি কাঠির ওপরে বিদ্যাসাগরের ছবি ও গোটা বাংলা বর্ণমালা লিখেছেন। পোস্তদানার ওপর এঁকেছেন জাতীয় পতাকা। একটি চালের ওপরে একসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছেন। অনুচিত্রশিল্পী হিসেবে দিনে দিনে বাসুদেবের জনপ্রিয়তা বাড়তে থাকে।

 

২০২০ সালে করোনার সময় কমলালেবুর দানার ওপরে মা সরস্বতী ছবি এঁকেছিলেন। ওই ছবির জন্য তাঁর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। পেয়েছেন জাতীয় স্তরের শংসাপত্রও। বাসুদেবের স্বপ্ন, গিনেস বুক অফ রেকর্ডসে একদিন তাঁর নাম লেখা হবে। নিজের ছবিগুলোর নথি তিনি মেল করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তারা প্রাপ্তি স্বীকারও করেছে। এখন কেবল স্বীকৃতির পথ চেয়ে থাকা। 

 

জীবন-জীবিকার তাগিদে বাসুদেব কেবল ছবি নিয়ে ভাবতে পারেন না। ছেলে বড় হচ্ছে। তাই, সংসারের জোয়াল বইতে বেছে নিয়েছেন স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ। তাতে ক'টাকাই বা হয়! সম্প্রতি বাসুদেব রসগোল্লার ওপরে রং-তুলিতে দেবী দুর্গার ছবি অঙ্কন করেছেন। আর তা দেখতে ভিড় করছেন মহল্লার অনেকেই। শিল্পী বাসুদেবের চোখে অনেক স্বপ্ন রয়েছে। কিন্তু তা তিনি সফল করতে পারেননি। বাসুদেব বলেন, 'অনুচিত্র আঁকাই আমার স্বপ্ন ও সাধনা। কিন্তু সারাদিন ছবি নিয়ে থাকতে পারি না। কী করব বলুন? ছেলে বড় হচ্ছে। ছবি এঁকে মন ভরে। কিন্তু পেট যে ভরে না।' 

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 'শিল্পী' গল্পে মদন তাঁতি শিল্পকে ভালো বেসেছিলেন। নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জিততে পারেননি। নিশুত রাতে শূন্য তাঁতঘরে মদন একা একা কথা বলতেন। অশোকনগরের বাসুদেবও যেন সেই মদন তাঁতি। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পুকুরপাড়ে ঝিঁঝিপোকা ডাকে। বাসুদেব একা একা ছবি আঁকেন। দু'চোখে স্বপ্ন। যদি কোনওদিন আলোর দেখা মেলে।


#Art# Durga# Durgapuja2024# Ashokanagar# Art#



বিশেষ খবর

নানান খবর

আমরা উদযাপন করছি বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন! তাঁর উদ্ভাবনী চিন্তা এবং বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের সকলকে অনুপ্রাণিত করে #MeghnadSahaBirthAnniversary #MeghnadSahaLegacy #RememberingMeghnadSaha #AstrophysicsPioneer

নানান খবর

হুগলির জিরাটে কাতারের মুন টাওয়ার, রবিবার সকাল থেকেই মানুষের ঢল...

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা 'লুঠ', গ্রেপ্তার ব্যাঙ্ক ম্যানেজার ...

নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক, পাশে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা ...

নিম্নচাপের চোখ রাঙানি, তৃতীয়ায় জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সতর্কতা কোন কোন জেলায়? ...

কারবালা চা বাগান থেকে হস্তিশাবকের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ...

'প্রাচীন সভ্যতার ইতিকথা'য় দশভুজা নয়, দেবীদুর্গা অষ্টদশ ভুজা ...

কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত স্বামীর ...

গরুপাচার মামলায় জামিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের, শনি রাতেই জেলমুক্তির সম্ভাবনা...

নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জয়নগরে লাঠি-ঝাঁটা নিয়ে থানা ভাঙচুর স্থানীয়দের...

দলছুট ইলিশ ধরা পড়ল দামোদরে, বিক্রি হল চড়া দামে ...

মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ এই তৃণমূল বিধায়কের...

আমার দ্বারা এই অপারেশন হবে না, অপারেশন শুরু করে বাইরে বেরিয়ে দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার ...

সোনাঝুরি হাট নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মন খারাপ হতে পারে পর্যটকদের ...

তলিয়ে গেল ১০টি বাড়ি, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা ...

এবার থেকে আরও বেশি করে গর্বিত হবেন বাঙালিরা, কেন্দ্রের বিশেষ এই স্বীকৃতিতে বাংলার মুকুটে নয়া পালক...

চলছে দুয়ারে ত্রাণ কর্মসূচি, বন্যা দুর্গতদের কাছে পৌঁছল পুজোর জামা...

হাসপাতালে আসেন না সুপার, বদলি করতে স্বাস্থ্য ভবনে চিঠি কর্তৃপক্ষের ...

শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীত খুব প্রয়োজন, আর কী বললেন শিল্পী? ...

ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, পথে নামল অতিরিক্ত পুলিশ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24