শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রসগোল্লায় দেবী দুর্গা, পোস্তদানায় জাতীয় পতাকার ছবি এঁকে গিনেস ছোঁয়ার স্বপ্ন বাসুর

Riya Patra | ০৬ অক্টোবর ২০২৪ ১৭ : ১৩Riya Patra


বাপি মণ্ডল,অশোকনগর: ছবি আঁকার প্রথাগত প্রশিক্ষণ তিনি পাননি। হা-ঘরের অবহেলিত ছেলেকে কোনও বড় শিল্পী কখনও তালিম দিতেও চাননি। তবু রং-তুলিই তাঁর জীবনের একমাত্র সহচরী। অনুচিত্র অঙ্কনই তাঁর স্বপ্ন ও সাধনা। তুলির জাদুতে ইতিমধ্যে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। দেবীপক্ষে এবার রসগোল্লার ওপর দশভুজার ছবি এঁকে শিল্পী বাসু সবার নজর কেড়েছেন। 

বাসুর পোশাকি নাম বাসুদেব পাল। ‌ঠিকানা, উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া ঘোষপাড়া। বয়স ৫০ ছুঁই ছুঁই। দু'কামরার ছোট্ট ঘরে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর ঘরকন্না ও দিনযাপন। বাবা ছিলেন পেশায় কুমোর। মাটির হাঁড়ি-খুড়ি গড়তেন। বাবার পাশে বসে একরত্তি বাসুদেবের মনে কখন যে শিল্পী হওয়ার বাসনা জেগে উঠেছিল, তা কেউ জানেন না। ছেলেবেলায় পাঠশালায় পড়ার সময় অঙ্কের খাতায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি এঁকেছিলেন। তার জন্য শিক্ষকের কাছে তাঁকে বিস্তর ভর্ৎসনা শুনতে হয়েছিল। সেদিন থেকে তিনি আর কখনও কাগজের ওপর ছবি আঁকেননি। 

 

ছবি আঁকার জন্য বিকল্প অবলম্বন বেছে নিয়েছিলেন। ২০০০ সালে মটর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি এঁকে তিনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। তারপর থেকে একে একে চুলের ওপর ইংরেজি অক্ষরে ইন্ডিয়া লিখেছেন। দেশলাইয়ের একটি কাঠির ওপরে বিদ্যাসাগরের ছবি ও গোটা বাংলা বর্ণমালা লিখেছেন। পোস্তদানার ওপর এঁকেছেন জাতীয় পতাকা। একটি চালের ওপরে একসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছেন। অনুচিত্রশিল্পী হিসেবে দিনে দিনে বাসুদেবের জনপ্রিয়তা বাড়তে থাকে।

 

২০২০ সালে করোনার সময় কমলালেবুর দানার ওপরে মা সরস্বতী ছবি এঁকেছিলেন। ওই ছবির জন্য তাঁর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। পেয়েছেন জাতীয় স্তরের শংসাপত্রও। বাসুদেবের স্বপ্ন, গিনেস বুক অফ রেকর্ডসে একদিন তাঁর নাম লেখা হবে। নিজের ছবিগুলোর নথি তিনি মেল করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তারা প্রাপ্তি স্বীকারও করেছে। এখন কেবল স্বীকৃতির পথ চেয়ে থাকা। 

 

জীবন-জীবিকার তাগিদে বাসুদেব কেবল ছবি নিয়ে ভাবতে পারেন না। ছেলে বড় হচ্ছে। তাই, সংসারের জোয়াল বইতে বেছে নিয়েছেন স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ। তাতে ক'টাকাই বা হয়! সম্প্রতি বাসুদেব রসগোল্লার ওপরে রং-তুলিতে দেবী দুর্গার ছবি অঙ্কন করেছেন। আর তা দেখতে ভিড় করছেন মহল্লার অনেকেই। শিল্পী বাসুদেবের চোখে অনেক স্বপ্ন রয়েছে। কিন্তু তা তিনি সফল করতে পারেননি। বাসুদেব বলেন, 'অনুচিত্র আঁকাই আমার স্বপ্ন ও সাধনা। কিন্তু সারাদিন ছবি নিয়ে থাকতে পারি না। কী করব বলুন? ছেলে বড় হচ্ছে। ছবি এঁকে মন ভরে। কিন্তু পেট যে ভরে না।' 

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 'শিল্পী' গল্পে মদন তাঁতি শিল্পকে ভালো বেসেছিলেন। নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জিততে পারেননি। নিশুত রাতে শূন্য তাঁতঘরে মদন একা একা কথা বলতেন। অশোকনগরের বাসুদেবও যেন সেই মদন তাঁতি। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পুকুরপাড়ে ঝিঁঝিপোকা ডাকে। বাসুদেব একা একা ছবি আঁকেন। দু'চোখে স্বপ্ন। যদি কোনওদিন আলোর দেখা মেলে।


Art Durga Durgapuja2024 Ashokanagar Art

নানান খবর

নানান খবর

চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন

দিঘার হোটেলে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সৈকত নগরীতে

শিয়ালদহ–ডানকুনি শাখায় সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া