বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্যে ঢুকল বাংলাদেশের ইলিশ, বাজারে যাওয়ার আগে দাম জেনে নিন

Sumit | ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ১৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে এরাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালি শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাকদুটি। যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। 

 

যদিও কত  দামে বিক্রি হবে সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এরাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। তাঁদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম।  ওয়েস্ট বেঙ্গল ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, 'এবছর গতবারের থেকেও কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু যা খবর পাচ্ছি তাতে সেই পরিমাণ মাছও এবছর পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ, বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়ছে না। ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ সে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবে কিনা সে সম্পর্কে আমরা খুবই সন্দিহান।' 

 

মাছের দাম কীরকম হতে পারে? সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, 'পাইকারি বাজারে মাছ নিলাম করে বিক্রি হয়। যা অবস্থা তাতে আমাদের ধারণা সেখানেই মাছ কেজি প্রতি ১৪০০ টাকা দামে বিক্রি হবে‌। এরপর খুচরো বাজারে যে যেরকম পারবে বিক্রি করবে।' স্বাভাবিকভাবেই পাইকারি বিক্রির দাম থেকে এই ইঙ্গিতই পাওয়া যায় প্রতিবেশী রাজ্যের ইলিশ এবছর খুচরো বাজারে চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনাই বেশি। 

 

এর আগে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আদৌ বাংলাদেশের ইলিশ এরাজ্যের মৎস্যপ্রেমীরা পুজোর সময় পাবেন কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত বাংলাদেশ সরকার পুজোর আগে ভারতের জন্য ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। যেটা বাংলাদেশের ৪৯টি রপ্তানি সংস্থা ভারতে রপ্তানি করবে বলে স্থির হয়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীতে মাছ ধরা হবে। তারপর ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে। সেই হিসেবে অনুমতি অনুযায়ী শেষপর্যন্ত কত মাছ এদেশে আসে তা এখনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেই পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরাও জানিয়েছেন। 

 

এদিন প্রথম দফায় দুটি ট্রাকে ৯ টনের কাছাকাছি ইলিশ নিয়ে আসা হয়েছে বলে পেট্রাপোল সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে আরও ট্রাক ভর্তি ইলিশ ভারতে নিয়ে আসা হবে।


#Hilsa#Durga Puja#Bangladeshi hilsa



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



09 24