শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও

Kaushik Roy | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৫৪Kaushik Roy


সুপ্রীতি চট্টোপাধ্যায়

 

ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কাঁকিনাড়ার মাদরালের মুখার্জি বাড়ির দুর্গাপুজো আজও ঐতিহ্য বহন করে চলেছে। বাড়ির সদস্যরা জানাচ্ছেন, প্রায় ৩০০ বছরের পুরোনো জমিদার বাড়ির এই পুজোতে মা দুর্গা পূজিত হন সম্পূর্ণ বিশুদ্ধ মতে। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র প্রায় ৩০০ বছর আগে আসামের রাজা ও মাদরালের মুখার্জি বাড়ির কোনও এক সদস্যকে নিম কাঠের তৈরি রামসীতার ধ্যানস্থ মূর্তি উপহার দিয়েছলেন। সেই থেকেই মাদরালের মুখার্জি বাড়ির এই রামসীতা কুলদেবতা রূপে পূজিত হয়ে আসছেন। প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত মা চণ্ডীর সঙ্গে পূজিত হন রামসীতা। আর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মা দুর্গার সঙ্গে পূজিত হন রামসীতা।

 

 

মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন সকাল থেকেই মুখার্জি বাড়ির ঠাকুর দালানে শুরু হয় চণ্ডীপাঠ। কুল পুরোহিত মা চণ্ডীর ঘট বসিয়ে পুজো শুরু করেন।  প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত মা চন্ডী, রামসীতা ও লক্ষ্মীদেবীর ভোগ রান্না হয়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই তিনজনের সঙ্গে মা দুর্গাকেও ভোগ দেওয়া হয়। প্রতিপদের দিন থেকে মা চণ্ডী, রামসীতা, লক্ষ্মী দেবী একসাথে পূজিত হন। ষষ্ঠীতে নিয়ম মেনে মা দুর্গার বোধন হয়। এই বাড়ির দুর্গা প্রতিমার একটা নির্দিষ্ট মাপ রয়েছে যা বংশ পরম্পরায় মৃৎশিল্পীরাও বজায় রেখে চলেছেন। দুর্গার মাপ ৯ পোয়া। আর পুরো চালার মাপ চওড়ায় সাড়ে ৬ ফুট আর লম্বায়ও সাড়ে ৬ ফুট।

 

 

ষষ্ঠীতে দেবী মায়ের বোধনের পর সপ্তমীর দিন সকালে বাড়িতেই কলাবউ স্নান করানো হয়। ১৩ নদী সাত সমুদ্রের জল দিয়ে কলা বউকে স্নান করান বাড়ির কনিষ্ঠ সদস্যরা। মুখার্জি বাড়ির বিসর্জনের পর্বটাও একটু অন্যরকম। তাদের প্রতিমা নিরঞ্জন হয় বহু প্রাচীন মাদরালের একটি দীঘিতে। মুখার্জি বাড়ির এই ঐতিহাসিক পুজো দেখতে দূরদূরান্ত থেকে অগুনতি মানুষ আসেন। মুখার্জি বাড়ির আত্মীয়স্বজনরাও যে যেখানেই থাকেন না কেন পুজোর ক'টা দিন একসাথে পরিবারের সঙ্গে আনন্দ করে কাটান। খাওয়া দাওয়া, ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ হয় মুখার্জি বাড়ির দুর্গাপুজো।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



09 24