শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ আগস্ট ২০২৪ ১৫ : ৩৯Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: নতুন বাড়ি সুন্দরভাবে সাজাতে কে না চায়! শোওয়ার ঘর, বারান্দা, ড্রয়িং রুম, ডাইনিংয়ের চাহিদা মিটিয়ে বাথরুমের জন্য জায়গা থাকে সামান্যই। তাই ছোট বাথরুমকে বড় দেখানোর চ্যালেঞ্জের মুখে পড়েন কমবেশি অনেকেই। আর শৌচাগারের অন্দরসজ্জার ভাবনাও মাথায় আসে সব ঘর সাজানোর পর। তবে ছোট বাথরুমকেও কিন্তু আপনি অনায়াসে বড় দেথাতে পারেন। কীভাবে? সেখানেই তো চমক। অন্দরসজ্জা শিল্পীদের মতে, বাড়ির অন্যান্য অংশের মতো শৌচাগারের অন্দরসজ্জাও গৃহস্থের রুচির পরিচয় বহন করে। তাহলে ছোট বাথরুমকে কীভাবে বড় দেখাবেন? কীভাবেই বা শৌচাগারের অন্দরসজ্জা করবেন? রইল সেই সব উপায়-
টাইলসের আকার বড় রাখুন- টাইলসের আকার যত বড় রাখবেন, বাথরুম ততই বড় দেখাবে। সেক্ষেত্রে জোড়াহীন টাইলস ব্যবহার করতে পারেন। এরকম টাইলস ব্যবহার করলে পুরো বাথরুমকে মনে হবে যেন একটা টাইলসে ঢাকা। সবমিলিয়ে বড় দেখাবে বাথরুম।
সঠিক রং বাছুন- শৌচাগারে কী কী রাখবেন তার সঙ্গে দেওয়াল, মেঝে, কমোড কিংবা অন্যান্য জিনিসের সঙ্গে রঙের সমন্বয় থাকছে কি না, তা আগে থেকে দেখে নেওয়া জরুরি। কারণ শৌচাগার সাজানোর অন্যান্য ছোটখাটো জিনিস পাল্টানো গেলেও মেঝের টাইলস বা কমোড কিন্তু পাল্টানো বেশ ঝক্কির। হালকা রঙের টাইলস বাছতে পারেন। একই আকারের দুটি ভিন্ন রঙের বস্তু পাশাপাশি রাখলে যার রং হালকা, সেটিই বড় দেখাবে। তাই সাদা কিংবা সাদার শেড বা যে কোনও রঙের হালকা শেড বেছে নিন।
এক রঙের বাথরুমের ফিটিংস- বাথরুমের ফিটিংস সব এক রঙের থাকলে ভাল দেখাবে। আর তা যদি টাইলসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়, তাহলে সবচেয়ে ভাল। যেমন আপনার পুরো বাথরুম সাদা রঙের হলে ফিটিংসগুলো কালো রঙে করতে পারেন। বাথরুম হালকা গোলাপি বা প্রবাল রঙের হলে ফিটিংসে আনতে পারেন সোনালির ছোঁয়া ব্যবহার করতে পারেন।
বাথরুমে দরজায় ক্যাবিনেট- বাথরুমে প্রবেশের দরজার উপরে যদি ক্যাবিনেট বানিয়ে ফেলেন তা আলাদা করে কম চোখে পড়বে। বাথরুমে যত কম জিনিস থাকবে ততই ছিমছাম লাগবে।
বেসিনের আকার এবং রং- শৌচাগারে থাকা বেসিনটির আকার এবং রং কেমন হবে তা-ও আগে থেকে ভেবে নেওয়া জরুরি। সাধারণত কমোড, বাথটব এবং বেসিনের মধ্যে সামঞ্জস্য রেখেই অন্দরসজ্জা পরিকল্পনা করা হয়। তাই অন্দরসজ্জা করার সময় এই বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হবে।
আয়নার ব্যবহার-নিজের সঙ্গে কথা বলা, নিজেকে চেনার বা জানার এককথায় বাথরুমে একান্ত মুহূর্তে আয়না যেন হয়ে ওঠে নিজেরই প্রতিচ্ছবি। তবে ছোট জায়গা বড় দেখানোর ক্ষেত্রে বুঝেশুনে আয়নার ব্যবহার করতে হবে।
নানান খবর

নানান খবর

প্রেমে পড়লেই সঙ্গীর সঙ্গে এসব করেন! ওজন কিন্তু বাড়বে তরতরিয়ে, সাবধান!

হতাশা-একাকিত্ব নয়, অবসরেও বাঁচুন প্রাণ ভরে! কীভাবে ৬০-এর পরে রঙিন করে তুলবেন জীবন? রইল হদিশ

‘ইয়েলো পার্সন’- আপনার জীবনে এক রৌদ্রজ্বল মানুষ, জানেন তিনি কে?

আম কিংবা লিচু নয়, গরমকালে শরীর ভাল রাখতে ভরসা রাখতে পারেন এই চারটি ফলে

শুক্রাণু পান করেন ঢক ঢক করে! তাতেই ভাল থাকে কণ্ঠ! বিশ্বখ্যাত গায়িকার স্বীকারোক্তিতে তোলপাড় নেটপাড়া!

অকালে ত্বকে পড়ছে বয়সের ছাপ? নামীদামি প্রসাধনী বাদ দিন, এই ঘরোয়া ক্রিমের জাদুতেই ফিরবে জেল্লা

গরমে রাতে ঘুম হচ্ছে না? শুধু এই নিয়মগুলি মেনে চলুন, বিছানায় শুলেই জাপটে ধরবে ঘুম

শরীরে আয়রনের ঘাটতি? এই সব অচেনা লক্ষণ নিঃশব্দে ডেকে আনতে পারে বিপদ! কখন সতর্ক হবেন?

কিছুতেই বাড়ে না চুল! অকালে উঁকি দিচ্ছে টাক? চালের জলের সঙ্গে এই মশলার প্যাকেই পাবেন অবিশ্বাস্য ফল

বীর্যে একটিও শুক্রাণু নেই! ইঞ্জেকশন দিয়ে যুবকের অণ্ডকোষে যা ঢোকালেন চিকিৎসকরা, শুনলে চোখ কপালে উঠবে!

ডায়াবেটিসে ভুগছেন? সস্তার এই সবজির রস খেয়ে দেখুন তো! হু হু করে নামবে সুগারের মাত্রা

বয়স বাড়লেও উঁকি দেবে না সাদা চুল! এই ‘ম্যাজিক’ তেলেই লুকিয়ে সমাধান

মেদ ঝরাতে তেল খাওয়া ছেড়ে দিয়েছেন? জানেন দু’সপ্তাহ পরে ফল কী হতে পারে?

কার্ডিও, ব্রেকফাস্টে প্রোটিন! ফিট থাকতে আর কী কী করেন ৪৩-এর 'পুষ্পা'

হাঁটা না দৌড়ানো, ওজন কমাতে কোনটি বেশি উপকারী? সঠিক উত্তরেই লুকিয়ে সুস্থ থাকার চাবিকাঠি