মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Murshidabad: বিরিয়ানি খেতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে, তারপর কী হল? 'খোঁজ' মিলছে না পঞ্চায়েত প্রধানের স্বামীর

Riya Patra | ১৭ আগস্ট ২০২৪ ১১ : ৩০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে খোঁজ নেই। রহস্যজনকভাবে 'নিখোঁজ' হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ইতিমধ্যেই 'নিখোঁজ' ব্যক্তির পরিবার সুতি থানার দ্বারস্থ হয়েছেন। তবে লিখিত কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, 'নিখোঁজ' ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত সাদিকপুর- মদনা মোড়ের কাছে।  জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি বিশেষ কোনও কারণে ওই ব্যক্তি স্বেচ্ছায় নিজের ফোন বন্ধ করে একটি গোপন জায়গায় লুকিয়ে রয়েছেন। ওই ব্যক্তিকে দ্রুত সুতি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। 



২৭ আসন বিশিষ্ট সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ , বিজেপি ৮ , আরএসপি ১, সিপিএম ২ এবং কংগ্রেস ৬ আসনে জয়ী হয়। এরপর তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের সমর্থনে আরএসপি সদস্যা রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হিসেবে নিযুক্ত হন। স্থানীয় সূত্রে জানা গেছে রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হলেও পেশায় ব্যবসায়ী সাদ্দামই মূলত তার হয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করতেন। সূত্রের খবর সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে রেশমা এবং তাঁর স্বামীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। যদিও সুতি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'এই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। ওরাই বলতে পারবে কী হয়েছে।'



সাদিকপুর পঞ্চায়েতের প্রধান বলেন, 'শুক্রবার রাতে আমার স্বামী কয়েকজন বন্ধুর সঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য চাঁদের মোড়ের কাছে একটি দোকানে যায়। এরপর বন্ধুদের ওই দোকানে বসিয়ে সে কোথায় চলে গেছে আমরা তার কোনও খোঁজ পাচ্ছিনা। তাঁর ফোনটিও সুইচড অফ রয়েছে।'

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই সন্তানের বাবা সাদ্দাম। চাঁদের মোড়ের কাছে বন্ধুদের একটি বিরিয়ানির দোকানে বসিয়ে সে রাস্তার উল্টো দিকের অন্য একটি বিরিয়ানির দোকানে পুরনো কিছু প্রাপ্য টাকা মেটানোর জন্য যায়। সাদ্দামের বন্ধুরা বিরিয়ানির দোকানে দীর্ঘক্ষণ বসে থাকার পরও সে ফেরত না আসায় বারবার তাঁকে ফোন করতে থাকে। কিন্তু 'নিখোঁজ' হবার পর থেকেই সাদ্দামের ফোনটির সুইচড অফ রয়েছে। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সাদ্দামকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে অন্য একটি বিরিয়ানির দোকানের দিকে যেতে দেখা গেছে। কিন্তু তারপর কি হয়েছে তার কোনও সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি। তবে 'নিখোঁজ' ব্যক্তির পরিবারের সদস্যরা গোটা ঘটনায় 'অপহরণের' তত্ত্ব উড়িয়ে দিতে রাজি নয়। পঞ্চায়েত প্রধানের প্রতিবেশী রাফিকুল ইসলাম বলেন, 'রাজনৈতিক কোনও কারণে পঞ্চায়েত প্রধানের স্বামীকে অপহরণ করা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি সাদ্দামের সাথে খারাপ কিছুও হয়ে থাকতে পারে। তাই গোটা বিষয়টি ইতিমধ্যেই আমরা সুতি থানার পুলিশকে জানিয়েছি।'


#Murshidabad#Biriyani#Friends#TMC#



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



08 24