শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Murshidabad: বিরিয়ানি খেতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে, তারপর কী হল? 'খোঁজ' মিলছে না পঞ্চায়েত প্রধানের স্বামীর

Riya Patra | ১৭ আগস্ট ২০২৪ ১১ : ৩০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে খোঁজ নেই। রহস্যজনকভাবে 'নিখোঁজ' হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ইতিমধ্যেই 'নিখোঁজ' ব্যক্তির পরিবার সুতি থানার দ্বারস্থ হয়েছেন। তবে লিখিত কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, 'নিখোঁজ' ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি সুতি থানার অন্তর্গত সাদিকপুর- মদনা মোড়ের কাছে।  জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি বিশেষ কোনও কারণে ওই ব্যক্তি স্বেচ্ছায় নিজের ফোন বন্ধ করে একটি গোপন জায়গায় লুকিয়ে রয়েছেন। ওই ব্যক্তিকে দ্রুত সুতি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। 



২৭ আসন বিশিষ্ট সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ , বিজেপি ৮ , আরএসপি ১, সিপিএম ২ এবং কংগ্রেস ৬ আসনে জয়ী হয়। এরপর তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের সমর্থনে আরএসপি সদস্যা রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হিসেবে নিযুক্ত হন। স্থানীয় সূত্রে জানা গেছে রেশমা বিবি পঞ্চায়েতের প্রধান হলেও পেশায় ব্যবসায়ী সাদ্দামই মূলত তার হয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করতেন। সূত্রের খবর সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে রেশমা এবং তাঁর স্বামীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। যদিও সুতি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'এই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। ওরাই বলতে পারবে কী হয়েছে।'



সাদিকপুর পঞ্চায়েতের প্রধান বলেন, 'শুক্রবার রাতে আমার স্বামী কয়েকজন বন্ধুর সঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য চাঁদের মোড়ের কাছে একটি দোকানে যায়। এরপর বন্ধুদের ওই দোকানে বসিয়ে সে কোথায় চলে গেছে আমরা তার কোনও খোঁজ পাচ্ছিনা। তাঁর ফোনটিও সুইচড অফ রয়েছে।'

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই সন্তানের বাবা সাদ্দাম। চাঁদের মোড়ের কাছে বন্ধুদের একটি বিরিয়ানির দোকানে বসিয়ে সে রাস্তার উল্টো দিকের অন্য একটি বিরিয়ানির দোকানে পুরনো কিছু প্রাপ্য টাকা মেটানোর জন্য যায়। সাদ্দামের বন্ধুরা বিরিয়ানির দোকানে দীর্ঘক্ষণ বসে থাকার পরও সে ফেরত না আসায় বারবার তাঁকে ফোন করতে থাকে। কিন্তু 'নিখোঁজ' হবার পর থেকেই সাদ্দামের ফোনটির সুইচড অফ রয়েছে। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সাদ্দামকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে অন্য একটি বিরিয়ানির দোকানের দিকে যেতে দেখা গেছে। কিন্তু তারপর কি হয়েছে তার কোনও সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি। তবে 'নিখোঁজ' ব্যক্তির পরিবারের সদস্যরা গোটা ঘটনায় 'অপহরণের' তত্ত্ব উড়িয়ে দিতে রাজি নয়। পঞ্চায়েত প্রধানের প্রতিবেশী রাফিকুল ইসলাম বলেন, 'রাজনৈতিক কোনও কারণে পঞ্চায়েত প্রধানের স্বামীকে অপহরণ করা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি সাদ্দামের সাথে খারাপ কিছুও হয়ে থাকতে পারে। তাই গোটা বিষয়টি ইতিমধ্যেই আমরা সুতি থানার পুলিশকে জানিয়েছি।'


#Murshidabad#Biriyani#Friends#TMC#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...

নতুন বছরের ছুটিতে ঘুরে আসতে পারেন এই গ্রামে, মন যাবে জুড়িয়ে...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24