বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: দুর্গাপুজোয় বড় চমক, শ্রীরামপুরে এবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ

Pallabi Ghosh | ১৩ আগস্ট ২০২৪ ২০ : ০৯Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: রথের দিন খুঁটিপুজো করে পুজোর সূচনা হয়েছে। শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। পুজোর খরচ প্রায় ৭০ লাখ টাকা। তৈরি হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ। আসন্ন শারদোৎসবে চমক দিতে চলেছে শ্রীরামপুরের ৫ ও ৬ এর পল্লী ব্যবসায়ী সমিতির দুর্গা পুজো।

এই পুজো মূলত শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জির পুজো নামেই পরিচিত। তাই প্রত্যেক বছর এই পুজোয় মণ্ডপ সজ্জায় থাকে নতুনত্ব। বিগত বছরগুলিতে দর্শনার্থীরা দেখেছেন টুইন টাওয়ার, গুজরাটের মন্দির ইত্যাদি তৈরি হয়েছে। এবছরও ব্যতিক্রম হয়নি। তৈরি হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। ইতিমধ্যেই বাঁশ দিয়ে বিশাল মণ্ডপের কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বাঁশ, প্লাই এবং ফাইবার। ভিতরে থাকছে লক্ষ্মী, নারায়ণ ও গণেশের মূর্তি। এছাড়াও থাকছে ৩০ ফুট উচ্চতার একটি বড় ঝাড়। যার মধ্যে সম্পূর্ণটাই ফইবারের কাজ করা থাকবে। মণ্ডপ তৈরির কাজ শেষ করতে সময় লাগবে তিন মাস। পাশাপাশি প্রতিমা তৈরির কাজও চলছে মণ্ডপেই।

মণ্ডপ তৈরির করছেন কলকাতার বাবাই বসাক। এদিন মণ্ডপ শিল্পী জানিয়েছেন, স্বামীনারায়ণ কথার মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। নারায়ণের মধ্যে অধিষ্ঠিত ৩৩ কোটি দেবতা। তাই যেকোনও পুজোর শুরুতে নারায়ণ ও গণেশের পুজো হয়। মণ্ডপ নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে ফাইবার। তাঁর দাবি শ্রীরামপুরের বুকে এই প্রথম এই মণ্ডপ তৈরি হতে চলেছে। যা দর্শনার্থীদের মন জয় করবে। মণ্ডপে আলোকসজ্জা করবেন শ্রীরামপুরের নন্দি ইলেকট্রিক।

পুজো প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক সন্তোষ কুমার সিং বলেন, এই পুজো সাংসদ কল্যাণ ব্যানার্জির পুজো নামেই পরিচিত। সাবেকিয়ানা ও আধুনিক ছোঁয়ার মেলবন্ধনেই থাকে এই পুজোতে। শোলার সাজে সাজানো হয় প্রতিমাকে। পুজোর দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকবে পুলিশ। মণ্ডপের ভিতর এবং বাইরের অসংখ্য সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না।
ছবি পার্থ রাহা।


#Hooghly #Durgapuja #West Bengal



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



08 24