রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Kaushik Roy | ১৭ নভেম্বর ২০২৩ ১৪ : ১৭Kaushik Roy


মিল্টন সেন: চন্দননগরে শুরু হয়ে গেল আলোর উৎসব। শুক্রবার জগদ্ধাত্রী পুজোর চতুর্থীতে কলকাতার পোস্তা থেকে চন্দননগরের ৬টি জগদ্বাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্রাহ্মণপাড়া সার্বজনীন, দৈবকপাড়া, উর্দিবাজার, বারাসাত ব্যানার্জিপাড়া, দিনেমারডাঙা তালপুকুরধার এবং বোরো সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মমতা। ব্রাহ্মণপাড়া সার্বজনীন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত পি যাভালগী, জেলা শাসক মুক্তা আর্য্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল প্রমুখ। বড় এলসিডি স্ক্রিনে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর ভাষণ। পাশাপশি, চন্দননগর স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের।


বেলুন উড়িয়ে জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন পুলিশ কমিশনার জানিয়েছেন, এবছর লক্ষ লক্ষ দর্শনার্থী সমাগমের সম্ভাবনা রয়েছে। ফেরিঘাট, রেল স্টেশন এবং সড়ক পথে বহু দর্শনার্থী আসবেন। তাদের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। কমিশনারেট ছাড়াও বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়েছে। পুজোর দিনগুলিতে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। একাধিক সেক্টরে বিভক্ত করে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। সঙ্গে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন আধিকারিক এবং ইন্সপেক্টার পদমর্যাদার ৩৫ জন আধিকারিক। মোতায়েন করা থাকবে সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী। সুইপিং পার্টি থাকবে ৫০ টি বাইকে।


নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় রাস্তা পুজো মণ্ডপ এবং সংলগ্ন এলাকায় পাঁচশোর বেশি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে। সপ্তমীর দিন শহরের প্রবীণ নাগরিক, অনাথ আশ্রমের আবাসিক এবং প্রতিবন্ধীদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, এবারে বহু সংখ্যক বিদেশি পর্যটক আসছেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। পৃথিবীর সব থেকে বড় আলোর উৎসব চাক্ষুষ করতে তাঁরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চন্দননগরের আলোক শিল্প যাতে আরও প্রচার পায় তাই আলো হাব তৈরি হয়েছে।

ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23