বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৮ আগস্ট ২০২৪ ১৭ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফুসফুসের রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের ভাষায় যাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এর আগে তিনি যখন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাঁকে পরীক্ষা করতে গিয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডা. ধীমান গাঙ্গুলি।
বৃহস্পতিবার তিনি বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আমি একবার পরীক্ষা করেছিলাম। পরীক্ষা করে আমার মনে হয়েছিল খুব অল্প বয়স থেকেই ওঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। যেটাই পরে বড় হয়ে দেখা দেয়। দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সেইসময় পরীক্ষার পর আমার মনে হয়েছে তিনি হয়ত একঘর থেকে অন্য ঘরে যাতায়াত করতেও পারতেন না। প্রায় গোটা ফুসফুসই খারাপ হয়ে গিয়ে হয়ত ২০ কি ৩০ ভাগ কাজ করছিল। ফলে ওঁর পক্ষে স্বাভাবিক জীবন যাপন এমনকী ঘরের ভেতরেও হাঁটা চলা করতে সমস্যা হত বলেই আমার মনে হয়।'
সিওপিডি'র অসুস্থতার থেকে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কী এই রোগ? ব্যাখ্যায় বিশিষ্ট এই চিকিৎসক বলেন, 'আমাদের ফুসফুসটা তৈরি হয়েছে কয়েক লক্ষ বেলুনের মতো জিনিস দিয়ে। এই বেলুনের গা দিয়ে গিয়েছে রক্তবাহী নালী। এর মাধ্যমে অক্সিজেন বেলুনের মধ্যে যায় বা আমাদের শরীরে অক্সিজেন গ্রহন এবং কার্বন-ডাই-অক্সাইড বেরিয়ে যাওয়ার কাজ হয়। সিওপিডি রোগীদের ক্ষেত্রে বেলুনের এই দেওয়ালগুলো নষ্ট হতে থাকে।'
তাঁর কথায়, 'বেলুনের দেওয়াল নষ্ট হয়ে যাওয়া মানে সেখান দিয়ে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড আসতে বা বেরতে পারে না। এর ফলে যেটা হয় সেটা হল যেখানে হয়ত ২০০টা বেলুন থাকার কথা সেখানে সেগুলো জুড়ে গিয়ে একটা বলের মতো হয়ে গেল। যার জন্য অক্সিজেন ঢোকা বা কার্বন-ডাই-অক্সাইড বেরিয়ে যাওয়ার জায়গাটা কমে যায়।'
ডা.ধীমান গাঙ্গুলি জানান, 'একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই জায়গা বা 'সারফেস'টা হচ্ছে একটা টেনিস কোর্টের আধখানা। সেটার যদি মাত্র ২০ শতাংশ অবশিষ্ট থাকে তবে শরীরে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে এবং সেখান থেকে কার্বন-ডাই-অক্সাইড বেরতে পারবে না। যার জন্য শরীরে তৈরি হবে নানা সমস্যা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র ক্ষেত্রে এটা হয়েছিল।'
#Buddhadeb Bhattacharya#former chief minister#lung disease #copd
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...
কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...
আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...
স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...
রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...
খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১
'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...
নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...
সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...
কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...
পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’র ...
কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান? ...
প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...
সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...
চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...