আজকাল ওয়েবডেস্ক : ফের খাস কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ । কলকাতার কড়েয়া থানার অন্তর্গত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ২৬ বছরের এক মহিলা শ্লীলতাহানির শিকার হল। ওয়ার্ড বয় বারুইপুরের বাসিন্দা তনয় পালকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকরীণীর অভিযোগ, গতকাল রাতে যখন সে তার শিশু সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন তখনই মাঝরাতে অভিযুক্ত তনয় পাল তাঁর শ্লীলতাহানি করে।
আলিপুরের চাইল্ড হেলথ ইনস্টিটিউটে ছেলে ভর্তি রয়েছে। একতলায় ছেলের সঙ্গেই ঘুমোচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাসপাতালের ওয়ার্ড বয় তনয় পাল সেখানে ঢুকে মহিলার পোশাক খোলার চেষ্টা করেন। গোপনাঙ্গে অশ্লীলভাবে স্পর্শও করে। এমনকী নিজের মোবাইলে ভিডিও রেকর্ডের চেষ্টাও করে। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
ধৃতের নাম তনয় পাল। সুভাষগ্রামের বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি ত্রিপুরায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে তদন্ত। তবে এই ঘটনায় ফের একবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
