রবিবার ০৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | 'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব

Kaushik Roy | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ১৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: তবে কি গলছে বরফ? রাজ্যের মুখ্যসচিবের তরফে মেল করা হল জুনিয়র ডাক্তারদের। মেল করে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ছ'টা নাগাদ কালীঘাটে নিজের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী। সেখানে লেখা হয়েছে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যেতে পারবেন জুনিয়র চিকিৎসদের ১৫ জনের প্রতিনিধি দল। সরকারের তরফে ই-মেল পাওয়ার পরেই জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। তবে, জানা যাচ্ছে, ১৫ জন নয়, চিকিৎসকরা আগের দিনের মত ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই বৈঠকে যেতে চান। নিজেদের মধ্যে আলোচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা জানিয়ে দেন, 'আমরা আগের দিনের মতোই ৩০ থেকে ৩২ জন যাব এবং যে পাঁচ দফা দাবির কথা  বলে আসছি সেই দাবি নিয়েই আলোচনা করব।'

 

 

 

উল্লেখ্য, শনিবার সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে 'দিদি' হিসেবে তাঁদের দাবিগুলি বিবেচনার আশ্বাসের পাশাপাশি কাজে ফেরার আবেদন জানান। এরপরেই নিজেদের মধ্যে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে বিকেল ৪.১০ নাগাদ ই-মেল করে জানান, তাঁরা আলোচনায় বসতে চান।  মেলে জুনিয়র ডাক্তাররা জানান, 'এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনার এখানে আসাটা আমরা খুবই সদর্থক বলে মনে করছি। আপনার সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে আলোচনার জন্য আমরা খুবই আগ্রহী।' সময় এবং স্থান জানানোর জন্য ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। চিকিৎসকদের ই-মেলের ঘণ্টাখানেকের মধ্যেই সাড়া মেলে প্রশাসনের তরফে।

 

 

 

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার নবান্নে পৌঁছেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি জুনিয়র ডাক্তারদের। তাঁদের দাবি ছিল বৈঠকের 'লাইভ স্ট্রিমিং'। নিজে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চেয়ে তাঁদের জন্য দু'ঘন্টা অপেক্ষা করেছিলেন। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের জানিয়েছিল, লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। গোটা আলোচনার ভিডিও রেকর্ডিং করা হবে।  কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয় তার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি যেহেতু বিচারাধীন তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না। 

 

 

বৈঠক চেয়ে এদিন যে মেলটি করা হয়েছে সেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং শব্দ দুটির উল্লেখ না থাকলেও বারবার জুনিয়র ডাক্তাররা যে শব্দটিতে জোর দিয়েছেন সেটি হল ট্র্যানস্পারেন্সি বা স্বচ্ছতা। নিজেদের 'ফাইভ পয়েন্ট ডিমান্ডস' বা পাঁচটি দাবির কথা বললেও এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দু'পক্ষের অনুমোদনে স্বচ্ছতা বজায় রেখে এই আলোচনা হোক।


#Kolkata News#RG Kar Hospital#Junior Doctors Protest



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পুজোর আগেই মিলবে একাদশ দ্বাদশে ট্যাবের টাকা, ঘোষণা করল নবান্ন ...

বর্জ্যকে কী ভাবে পরিবেশবান্ধব করা যায়, দিশা দেখাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি...

‘মানুষ পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন ধর্মতলায়, অবস্থান করলে শান্তি বিঘ্নিত হবে’, জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের...

পুজোর আগে ফের কলকাতায় কমল সোনার দাম, ঘরে নিয়ে আসুন সৌভাগ্যের শ্রী ...

সরকারি হাসপাতালে বিনামূল্যে জন্ম নিল প্রথম টেস্টটিউব বেবি...

সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের...

ষষ্ঠী অবধি বৃষ্টির সম্ভাবনা, পুজোর বাকি দিনগুলিতে কী হবে?‌ জানুন হাওয়া অফিসের আপডেট ...

আজও বঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা, পুজোর আগে শেষ শনি ও রবিবার কেনাকাটা হতে পারে মাটি...

ভুয়ো ফেসবুক একাউন্ট, সাইবার প্রতারণার ফাঁদে নির্বাচন কমিশনের সচিব...

ঢাকে কাঠি পড়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলার, কবে থেকে শুরু? ...

গ্রেপ্তারের তালিকায় আরও এক, আরজি করে আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার সন্দীপ ‘ঘনিষ্ঠ’ আশিস...

জিমের সামনে পড়ে ছেলের দেহ, হাঁটতে গিয়ে দেখতে পেলেন মা...

সপ্তাহান্তে পুজোর কেনাকাটা, প্যান্ডেল হপিং হতে পারে মাটি, ধেয়ে আসছে বড় দুর্যোগ ...

শহর জুড়ে পুজোর মরসুম, মহালয়াতেই উপচে পড়া ভিড় শ্রীভূমিতে...

উৎসবের শুরু, কলকাতার সঙ্গে জেলার পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর...

মহালয়ার ভোরে টিউশন পড়তে যাচ্ছিল, বাঁশদ্রোণীতে স্কুল পড়ুয়াকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু ...

ভোর থেকে বৃষ্টি শুরু, আগামী কয়েক ঘণ্টায় তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা! ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24