শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ জুলাই ২০২৪ ২৩ : ৫৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ক্লিন সুইপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ তে টি-২০ সিরিজ জিতল ভারত। গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের জুটিতে লুটি। সুপার ওভারের তিন বলেই খেল খতম। প্রথম বল ওয়াইড। পরের দু'বলে আউট কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা। সিরিজে প্রথম ম্যাচেই বাজিমাত ওয়াশিংটন সুন্দরের। সুপার ওভারের প্রথম তিন বলেই জোড়া উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। জয়ের জন্য সুপার ওভারে ৩ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলেই চার মেরে খেলা শেষ করে দেন সূর্যকুমার। নিশ্চিত হার থেকে জয়ের সরণিতে। জয় দিয়ে অভিযান শুরু করলেন গৌতম গম্ভীর। আবার ৩০ রানে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে পৌঁছয় লঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে শেষ হাসি হাসেন গম্ভীর। আরও একবার জেতা ম্যাচ হাতছাড়া করল শ্রীলঙ্কা। অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেও মাঝপথে খেই হারায় জয়সূর্যর দল। অন্যদিকে শেষ দুই ম্যাচেই খাদের কিনারে থেকে ফেরেন সূর্যরা।
মঙ্গলবার শুরুতেই ব্যাটিং বিপর্যয়। শুভমন গিল ছাড়া টপ অর্ডার ব্যর্থ। মাত্র ৪৮ রানে ৫ উইকেট হারায় ভারত। রান পাননি যশস্বী জয়েসওয়াল (১০), সঞ্জু স্যামসন (০), রিঙ্কু সিং (১) এবং সূর্যকুমার যাদব (৮)। ব্যর্থ শিবম দুবেও (১৩)। একমাত্র উইকেট আঁকড়ে পড়ে থাকেন শুভমন। ৩টি চারের সাহায্যে ৩৭ বলে ৩৯ রান করেন।
সাত এবং আট নম্বরে নেমে গুরুত্বপুর্ণ রান যোগ করেন রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ২৬ রান করেন পরাগ। সমসংখ্যক বলে ২৫ রান ওয়াশিংটনের। এদিন ব্যাটিং অর্ডারে একাধিক রদবদল হয়। বিশ্রাম দেওয়া হয় ঋষভ পন্থকে। তিন এবং চারে নামেন সঞ্জু এবং রিঙ্কু। কিন্তু ব্যর্থ।
রান তাড়া করতে নেমে শুরুটা আবারও ভাল করে শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচের মতো টপ অর্ডার রান পায়। প্রথম উইকেটে ৫৮ রান যোগ করেন পাথুম নিশঙ্কা (২৬) এবং কুশল মেন্ডিস (৪৩)। ওয়ান ডাউনে নেমে রান পান কুশল পেরেরাও। তবে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩৪ বলে ৪৬ রানে আউট হন। একটা সময় যেভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা, জয়সূচক রানে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা ব্যর্থ। মিডল অর্ডার ডাহা ফ্লপ। আগের ম্যাচের মতো কেউ দু'অক্ষরের রানে পৌঁছতে পারেনি। সহজ জয় থেকে কষ্টার্জিত ড্র। শেষ বলে ভারতের রান ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে তাতেও শেষরক্ষা হয়নি। এদিন বল হাতে দেখা যায় রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবকে। দু'জনেই এক ওভার করে বল করে জোড়া উইকেট নেন।
নানান খবর
নানান খবর

অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের, আগামী দু’ম্যাচেও নেই বুমরা, কবে ফিরবেন?

অস্ত্র পাচারের জন্য বেছে নিয়েছিলেন এমসিজিকে, খেলা চলাকালীন বন্দুক, গুলি সহ গ্রেপ্তার দুই যুবক

জল্পনাতেই সিলমোহর, ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মিডফিল্ড মায়েস্ত্রোর

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সারলেন জলপরী সায়নী

জল্পনার মধ্যেই প্রেমজীবনের রহস্য ফাঁস, আরজে মাহভাশ যা বললেন, জানলে চমকে যাবেন

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ