শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Canning News: শেষরক্ষা হল না, আঙুলে হীরা বসানো আংটিই চিনিয়ে দিল 'ডাকাতরানিকে'

Kaushik Roy | ৩০ জুলাই ২০২৪ ১৮ : ৫১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বাড়িতেই লুঠপাট করে গ্রেপ্তার মা ও মেয়ে। লুঠের সঙ্গী তাদের মায়ের বয়ফ্রেন্ডকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যানিং থানার পুলিশের হাতে ধৃত অভিযুক্ত মা সারথী প্রামাণিক, মেয়ে রাখি এবং বয়ফ্রেন্ড বাপি মোল্লা বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। তদন্ত করে রাতেই পুলিশ গ্রেপ্তার করে এই তিনজনকে। উদ্ধার হয়েছে লুঠের ৯ লক্ষ ৮০ হাজার টাকা। মঙ্গলবার ধৃতদের তিনজনকেই আদালতে পেশ করেছে পুলিশ। জেরা করে জানতে চাইবে অন্য কোথাও তারা লুঠ করেছে কিনা। 



দক্ষিণ ২৪ পরগণা পুলিশের একটি সূত্র জানায়, সোমবার রাতে তারা খবর পায় ওই গ্রামে বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ডাকাতরা বাড়ির সদস্যা রাখি প্রামাণিকের হাত-পা ও মুখ বেঁধে লুঠপাট করেছে। ঘটনার পর তার গোঙানির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেছেন।  ঘটনাস্থলে এসে তরুণীর কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তাকে থানায় নিয়ে আসা হয়।‌ জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, 'তরুণীকে যখন জিজ্ঞাসা করা হয় তার কিছু খোয়া গিয়েছে কিনা তখন সে জানায় তার কানের দুল ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা।


অথচ তার আঙুলের হীরার আংটি নিয়ে যায়নি। দ্বিতীয়ত, কত টাকা ডাকাতি হয়েছে জিজ্ঞেস করায় সে জানায় আড়াই থেকে তিন হাজার টাকা। এত কম টাকা লুঠ শুনে আমাদের সন্দেহ হয়। তৃতীয়ত, তরুণী দাবি করেছে তাকে বেঁধে লুঠ করা হয়েছে অথচ তার গায়ে বাঁধার কোনও চিহ্ন নেই।' শেষপর্যন্ত জেরায় জেরায় রাখি প্রামাণিক ভেঙে পড়ে এবং পুলিশের কাছে জানায় মায়ের জমি কেনার জন্য তার কাকার ঘরে এই লুঠপাট চালিয়েছে। রাতেই পুলিশ হানা দেয় ঘটকপুকুরে তরুণীর মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে যেখানে থাকত সেই বাড়িতে। উদ্ধার হয় লুঠের টাকা এবং যে ইলেকট্রিক ড্রিল মেসিন দিয়ে আলমারি ভাঙা হয়েছিল সেই মেশিনটি‌। ভাঙার সময় বাপির হাত কেটে রক্ত লেগে গিয়েছিল আলমারির গায়ে। প্রমাণ হিসেবে ওই আলমারিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।


#Local News#Canning#South 24 parganas



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



07 24