সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ জুলাই ২০২৪ ১৬ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদা স্টেশন থেকে বেরোলে চোখে পড়ছে হেঁটে যাচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আবার হাওড়ায় চোখে পড়ছে হলুদ শাড়িতে আঁকা মুখ্যমন্ত্রীর মুখ। ধর্মতলায় গেলে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে রবিবার এভাবেই সেজে উঠল তিলোত্তমা। এদিন সকালে হাওড়া স্টেশন একদল মহিলা তৃণমূল কর্মী সমর্থককে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখ আঁকা হলুদ রঙের শাড়ি পরে আসতে। শাড়িতে লেখা ছিল ২১ ফেব্রুয়ারির মূল বার্তা, সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি। ৪৭ জন মহিলা একই শাড়ি পরে এদিন যোগ দিয়েছিলেন সভায়। শিয়ালদা স্টেশন চত্বরে আবার দেখা গেল তৃণমূল সুপ্রিমোর আদলে এক মহিলাকে সেজে আসতে। নীল পাড়, সাদা শাড়ি, চটি, চোখে চশমা পড়ে মমতার মত করে হেঁটে তিনি রওনা দিলেন ধর্মতলার উদ্দেশে।