শনিবার ০৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Uttarpara: মুদির দোকান চালানোর পাশাপাশি হাতে আঁকা পোট্রেট বিক্রি, উত্তরপাড়ায় সাড়া ফেলল যুবক

Pallabi Ghosh | ১১ জুলাই ২০২৪ ১৬ : ৩১Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: সিনে দুনিয়ার সুপার স্টার থেকে, ক্রিকেট জগতের তারকা কিংবা বিশিষ্ট সঙ্গীতশিল্পী, একের পর এক অনবদ্য পোর্ট্রেট এঁকে চলেছেন। একইসঙ্গে সামলাচ্ছেন মুদি দোকান। সেই দোকান থেকে মুদিখানার সামগ্রীর পাশাপাশি বিক্রি হচ্ছে ছবি। উত্তরপাড়া বাজার এলাকায় জি টি রোড এর ওপরেই রয়েছে এমন এক দোকান। দোকানের মালিক বৃদ্ধ গৌতম মোদক। তবে দোকান চালান বছর ২৫ এর যুবক। যার নাম সুমন মোদক। তাঁর মধ্যে সবসময় দেখা গেছে দোকান চালানোর পাশাপাশি নিজের শিল্পী সত্তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা।

মুদির দোকানে বসেই একের পর এক ছবি এঁকে চলেছেন সুমন মোদক। দোকান চালানোর ক্ষেত্রে বৃদ্ধ বাবার পাশে থেকে প্রস্তুতি নিচ্ছেন নিজের স্বপ্ন পূরণের। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক সুমনের। পড়াশোনায় ক্ষতি হবে, এই নিয়ে বাড়িতে অনেক বকা খেতে হয়েছে তাঁকে। এক সময় ছবি আঁকার নেশা তাঁকে এতটাই পেয়ে বসেছিল যে বাড়ির করা নির্দেশে তাঁকে ছবি আঁকা ছাড়তে হয়েছিল। তবে সুমনের লক্ষ ছিল বড় হয়ে তিনি ছবি আঁকার স্কুল খুলবেন। বিনামূল্যে সকলকে আঁকা শেখাবেন। বর্তমানে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেকটাই এগিয়েছেন সুমন। 

উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরীর ঠিক বিপরীতে মুদিখানার দোকান গৌতম বাবুর। সেখানে মুদিখানার সামগ্রীর সঙ্গে সুমনের হাতে আঁকা পোট্রেট ছবিও বিক্রি হয়। সুমন জানিয়েছেন, স্নাতক হওয়ার পর চাকরির চেষ্টা ব্যর্থ হয়। লকডাউনের সময় থেকে দোকানে বসতেন সুমন। দোকান চালানোর পাশাপাশি ছবি আঁকতেন। আঁকা ছবির দু একটা বিক্রির জন্য দোকানের বাইরে রাখতেন। ধীরে ধীরে ছবি বিক্রি শুরু হয়। ৫০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামে ছবি বিক্রি হতে শুরু করে। এই প্রসঙ্গে বাবা গৌতম মোদক জানিয়েছেন, মুদিখানার দোকান তাঁর পারিবারিক ব্যবসা। বর্তমানে সেই দায়িত্ত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে সুমন। ছেলের ছবি আঁকার নেশা ছোট থেকেই। বর্তমানে তিনি দোকানে বসেই ছবি আঁকেন। এবং সেই ছবি বিক্রি হয় ভাল দামে। বর্তমানে সে একটি ছোট্ট আঁকার স্কুল খুলেছে। আঁকা শেখাচ্ছে। পথ চলতি মানুষ সুমনের হাতে আঁকা ছবির সুখ্যাতি করে। নাম হয়েছে ভালই। অন্য জেলা থেকেও অনেকে আসেন সুমনের আঁকা ছবি কিনতে।
ছবি পার্থ রাহা।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের...

তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট ...

পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের ...

ধর্ষণের চেষ্টা করতে গিয়েই উস্তির বিজেপি নেতা খুন, দাবি কুণাল ঘোষের ...

মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, বেপরোয়া গতির বলি এক মহিলা ...

তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...

কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...

শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...

পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...

ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...

জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...

ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...

দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24