শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Vote : শেষ হল বিধানসভা উপনির্বাচন, কার মুখে ফুটবে শেষ হাসি? অপেক্ষা চূড়ান্ত ফলের

Sumit | ১০ জুলাই ২০২৪ ২০ : ১৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বড় কোনও ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বুধবার যে চারটি কেন্দ্রে এই উপনির্বাচন হয়েছে সেগুলি হল মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের নিরীখে রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ। পাঁচটা পর্যন্ত চারটি কেন্দ্রে মোট ৬২.৭১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


মানিকতলা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস বিধায়ক ও মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে বিধায়ক শূন্য ছিল। সাধন পান্ডে ২০১১ সাল থেকে টানা তিনবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রয়াত হন। এরপর আইনি জটিলতায় এই কেন্দ্রে দীর্ঘদিন ধরেই উপনির্বাচন আটকে ছিল। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে বিষয়টি মীমাংসার পর নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে।তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রয়াত মন্ত্রীর স্ত্রী সুপ্তি পান্ডেকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করে প্রাক্তন ফুটবলার ও জাতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। কিন্তু ফুটবল মাঠে বিপক্ষের আক্রমণ বহুবার রুখে দিতে পারলেও বুধের 'ম্যাচ'-এ কল্যাণ কতটুকু সফল হতে পারলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তাঁকে 'গো ব্যাক'-এর পাশাপাশি 'চোর চোর' স্লোগানও শুনতে হয়েছে। নিজে কল্যাণ এই কেন্দ্রে পুনঃনির্বাচন চেয়েছেন। 


লোকসভা নির্বাচনের আগে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নেন। তাঁকে ওই কেন্দ্রে সাংসদ প্রার্থীও করে তৃণমূল। কিন্তু মুকুটমণি হেরে যান। এই উপনির্বাচনেও তিনি রানাঘাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী। বুধবার এই কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিজেপির পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে। গৌতমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 


এদিন বাগদাতেও অশান্তির ঘটনা ঘটেছে। বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে ঘিরে উঠেছে স্লোগান। তাঁর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তুলনামূলকভাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সেরকম গোলমালের খবর পাওয়া যায়নি। 


একমাত্র মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রই গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। ফলে এই উপনির্বাচনে বিজয় লক্ষী তিন পদ্ম শিবির থেকে বেরিয়ে ঘাসফুল শিবিরে আসে কিনা সেদিকেই লক্ষ্য সকলের।


#West bengal



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



07 24