শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | CPIM: ‘ধর্মের সঙ্গে কমিউনিস্টের সঙ্ঘাত নেই’, বলছেন সৃজন, সেলিমের কথায় সায় দীপ্সিতা, প্রতীক উরের

Riya Patra | ০৯ জুলাই ২০২৪ ১৬ : ৫৯Riya Patra


রিয়া পাত্র
ধর্ম, রাজনীতি এবং বামপন্থা, এই তিন বিষয় নিয়ে বঙ্গ রাজনীতিতে চিরকালীন জোর চর্চা। কেউ কেউ বলে থাকেন, নাস্তিকতায় বামপন্থীদের একচেটিয়া অধিকার। কেউ কেউ বলেন, ধর্মের সঙ্গে তাদের বিরোধ। কেউ বলেন দূরত্বকে বিরোধ বলে ভুল ভাবা হয়। বামেরা কখনওই ব্যক্তিগত ধর্মাচরণের বিপক্ষে নয়। কিন্তু ধর্মান্ধতা, গোঁড়ামির বিপক্ষে। সোজা কথায় বলতে গেলে রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়ার বিপক্ষে, এবং একই ভাবে ধর্ম নিয়ে রাষ্ট্রের মাতামাতির, পৃষ্ঠপোষকতার বিপক্ষে তারা। ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রের নিরপেক্ষ থাকা উচিৎ। এদিকে দেশের পরিস্থিতি বিলক্ষণ বুঝিয়ে দেয়, ধর্মকে এড়িয়ে যেতে পারছে না রাজনীতি। এই পরিস্থিতিতে ধর্ম, রাজনীতি এবং বামপন্থা নিয়ে কিছুটা চর্চা় শুরু হয়েছে।

কারণ কী? কারণ সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি বক্তব্য। গতকাল, অর্থাৎ সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে বর্ষীয়ান বাম নেতা বলেছেন, জ্যোতিবাবু ধর্ম না মানলেও, প্রসাদ খেতেন। একই সঙ্গে মনে করালেন, জ্যোতিবাবুর বাবা-মা ছিলেন ধার্মিক, তাঁর বাবা লোকনাথের ভক্ত ছিলেন। শুধু তাই নয়, একপ্রকার বার্তা দিয়ে ‘কমরেড’-দের বোঝালেন মোদির মতো সাষ্টাঙ্গে প্রণাম কিম্বা এসবের মধ্যে একেবারে না থাকা, দুইয়ের মধ্যে ‘ব্যালেন্স’ রাখতে হবে। সেলিম বলেন, ‘জ্যোতি বসুর জীবন থেকে এই শিক্ষাই নিতে হবে, নির্লিপ্ততা থাকবে, একই সঙ্গে সম্পৃক্ততাও থাকবে।' সেলিমের এই বক্তব্য আদতে তরুণ তুর্কী, যাঁদের কাঁধে ভর দিয়ে একের পর এক ‘ভোট বৈতরণী’ পার করতে চাইছে লাল পতাকার দল তাঁদের উদ্দেশেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

যাঁদের উদ্দেশে এই বার্তা বলে ধরে নেওয়া হচ্ছে, সেই তরুণ তুর্কীরা কী বলছেন তাঁর এই বক্তব্যে? বাম নেতা, ২৪-এর লোকসভা ভোটের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলছেন, মহম্মদ সেলিম ১০০ শতাংশ ঠিক কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘আমি নাস্তিক, কিন্তু দলে বিভিন্ন ধর্মের বেশ কিছু মানুষ আছেন, তাঁরা তাঁদের ধর্ম মানেন। আমাদের লড়াই রুটি-রুজি নিয়ে। ধর্মের সঙ্গে কমিউনিস্টের সঙ্ঘাত নেই। আমরা যুক্তিবাদী। কুসংস্কার-অন্ধত্ব থেকে বেরনোর কথা বলি যুক্তি দিয়ে। ধর্ম নিয়ে যেমন বাড়তি উৎসাহ নেই, তেমন দূরে ঠেলে দেওয়ার বিষয়ও নেই।‘ কথা প্রসঙ্গে জ্যোতি বসুরই উদাহরণ সৃজনের মুখে। বললেন, ‘জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, শহরে তখন আচমকাই গণেশ দুধ খাচ্ছিল। মহাকরণ থেকে জ্যোতি বাবু বেরনোর সময় একদিন সাংবাদিকরা জিজ্ঞাসা করায় ফিরে তাকিয়ে বলেছিলেন গণেশ দুধ খাচ্ছেন তো আমি কী করব? আসলে ধর্ম সম্পর্কে কমিউনিস্টদের অ্যাপ্রোচ এটাই।‘

প্রতীক উর রহমান বলছেন, ‘বামপন্থীদের গায়ে বরাবর ট্যাগ লাগানো হয় বামপন্থীরা ধর্মবিরোধী। তবে মনে রাখতে হবে, বামপন্থী সরকার যতদিন বাংলায় ছিল, ততদিন সাধারণ মানুষ যে যাঁর ধর্ম পালন করত। সরকার তাতে মাথা ঘামাত না। তৃণমূল-বিজেপি ধর্মকে রাজনীতিতে টেনে আনা হয়েছে। কমিউনিস্ট পার্টি ধর্মচারণে বাধা দিয়েছে এই রেকর্ড বাংলায় নেই।‘ অর্থাৎ সেলিম-মন্ত্যব্যে সায় রয়েছে তাঁরও। বামেদের অন্যতম তরুণ মুখ দীপ্সিতা ধর। সেলিম-মন্তব্যে বলছেন, ‘যেখানে ধর্মাচরণ বা ধর্মীয় অনুষ্ঠানের সামাজিক একটা দিক রয়েছে, তেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার আপত্তি নেই। এখন ধর্মাচরণের অংশ হিসেবে কেউ যদি বলে দণ্ডি কেটে স্বামীর পা ধোওয়া জল খেতে হবে, সেই চরমপন্থার পথে যাওয়ার পক্ষপাতি আমি নই। ইদ কিম্বা খ্রিস্টমাস, দুর্গাপুজো-সবেরই একটা সামাজিক উৎসবের চেহারা রয়েছে। তাতে আমাদের অংশ নিতেই শেখানো হয়েছে। এসএফআই-এর শুরুর দিনে তখন আমাদের শেখানো হত, যেখানেই ছাত্ররা থাকবে, সেখানেই আমাদের থাকতে হবে। এক্ষেত্রেও তাই। যেখানে মানুষ থাকবেন সেখানেই থাকতে হবে আমাদের।‘




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



07 24